দ্য হান্ড্রেডের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

ছবি: ফাইল ছবি

১২ মার্চ হওয়া প্লেয়ার্স ড্রাফটে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, অ্যানরিখ নরকিয়া, নাসিম শাহ, শাদাব খানের মতো ক্রিকেটাররা কেউই দল পাননি। ধারণা করা হচ্ছে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা যুক্ত থাকায় পাকিস্তানের কোনো ক্রিকেটারের দল পাওয়া হয়নি। ৫ আগষ্ট মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের এবারের আসর। ৩১ আগষ্ট হবে ফাইনাল।
দ্য হান্ড্রেডে দল পেলেন না বাংলাদেশের ২৯ ক্রিকেটার কেউ
৪ ঘন্টা আগে
৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-
বার্মিংহাম ফিনিক্স- বেন ডাকেট, ট্রেন্ট বোল্ট, লিয়াম লিভিংস্টোন, জো ক্লার্ক, জ্যাকব বেথেল, অ্যাডাম মিলনে, বেনি হাওয়েল, টিম সাউদি, ড্যান মুসলে, উইল স্মিদ, ক্রিস উড, হ্যারি মুর, টম হেম, অ্যানেরিন ডোনাল্ড।
লন্ডন স্পিরিট- লিয়াম ডওসন, ড্যানিয়েল ওয়ার্যাল, কেন উইলিয়ামসন, রিচার্ড গ্লিসন, ওলি স্টোন, ওলি পোপ, কিটন জেনিংস, জেমি ওভারটন, ডেভিড ওয়ার্নার, লুক উড, জেমি স্মিথ, অ্যাস্টন টার্নার, জেফার চৌহান, ওয়েন ম্যাডসেন।

ম্যানচেস্টার অরিজিনালস- জস বাটলার, ফিল সল্ট, হেনরিখ ক্লাসেন, ম্যাথু হার্স্ট, স্কট কারি, জশ টাং, টম হার্টলি, সনি বাকের, টম অ্যাস্পিওয়াল, নূর আহমদ, রাচিন রবীন্দ্র, লুইস গ্রেগরি, বেন ম্যাকিনি, জর্জ গার্টন।
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
১১ মিনিট আগে
নর্দান সুপারচার্জার্স- হ্যারি ব্রুক, আদিল রশিদ, ডেভিড মিলার, মিচেল স্যান্টনার, ব্রাইডন কার্স, ম্যাথু পটস, বেন ডোয়ারশিস, গ্রাহাম ক্লার্ক, প্যাট ব্রাউন, টম লয়েস, জ্যাক ক্রলি, ড্যান লরেঞ্চ, মাইকেল পেপার এবং ডেভিড মালান।
ওভাল ইনভিন্সিবলস- স্যাম কারান, উইল জ্যাকস, টম কারান, জর্ডান কক্স, রশিদ হাসান, সাকিব মাহমুদ, স্যাম বিলিংস, গাস অ্যাটকিনসন, নাথান সোটার, ডোনোভান ফেরেইরা, তাওয়ান্দা মুয়েয়ে, জেসন বেহেরনডর্ফ, মাইল হ্যামন্ড, জর্ডান ক্লার্ক।
সাউদার্ন ব্রেভস- জেমস ভিন্স, জফরা আর্চার, টাইমাল মিলস, ক্রিস জর্ডান, ফাফ ডু প্লেসিস, লুস ডু পলি, ক্রেইগ ওভারটন, লরি ইভান্স, ফিন অ্যালেন, ড্যানি ব্রিগস, জেমস কোলস, মাইকেল ব্রেসওয়েল, রিস টপলি, জর্ডান থম্পসন।
ট্রেন্ট রকেটস- জো রুট, মার্কাস স্টইনিস, টম ব্যান্টন, জন টার্নার, স্যাম কুক, স্যাম হেইন, টম অ্যাসোপ, কালভিন হ্যারিসন, ডেভিড উইলি, লকি ফার্গুসন, ম্যাক্স হোল্ডেন, জর্জ লিন্ডে, অ্যাডাম হুস এবং রেহান আহমেদ।
ওয়েলস ফায়ার- স্টিভ স্মিথ, জনি বেয়ারস্টো, টম কোহলার-ক্যাডমোর, টম অ্যাবেল, লুক ওয়েলস, স্টিফেন এস্কিনাজি, ডেভিড পাইন, পল ওয়াল্টার, ক্রিস ওকস, রাইলি মেরিডিথ, ক্রিস গ্রিন, সাইফ জাইব, জশ হাল ও ম্যাসন ক্রেইন।