দিল্লির অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন রাহুল!

ছবি: লক্ষ্ণৌয়ের জার্সিতে লোকেশ রাহুল

তবে এবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল। কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দলটির শিরোপা জিততেও বড় ভূমিকা রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
পান্তের সঙ্গে লড়াইয়ে যেতে চান না রাহুল
১ মার্চ ২৫
ভারতীয় গণমাধ্যমের মতে রাহুল অধিনায়কত্ব না নিলে অক্ষর প্যাটেল পেতে পারেন দলটির গুরু দায়িত্ব। রাহুল আপাতত নিজের খেলার দিকেই মনোযোগ দিতে চান। দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে চান। সে কারণেই অধিনায়কের বাড়তি বোঝা দিতে চান না রাহুল।

এবারের আইপিএলের মেগা নিলাম থেকে রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি। সেই থেকে ধারণা করা হচ্ছিল তার কাঁধেই অধিনায়কত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে অধিনায়কত্ব করার বিস্তর অভিজ্ঞতা আছে রাহুলের।
দিল্লির মেন্টর পিটারসেন
২৭ ফেব্রুয়ারি ২৫
এর আগে ২০২০-২১ সালে রাহুল পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন রাহুল। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই টপ অর্ডার ব্যাটার। এবার তিনি যোগ দিলেন নতুন দল দিল্লিতে। আইপিএল মানেই যেন রাহুলের ব্যাটে রানের ফোয়ারা।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলের সাত মৌসুমের মধ্যে ৬টিতে তিনি ৫০০ বা তার বেশি রান করেছেন। রাহুল অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিতভাবেই অক্ষর প্যাটেলের দিকে ঝুঁকতে যাচ্ছে। যদিও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি।