promotional_ad

আগেও দু'বার ফাইনাল খেলেছি, যারা শান্ত থাকে ওদের সুযোগ বেশি: তামিম

গণমাধ্যমে কথা বলছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলবেন তামিম ইকবাল। এখন পর্যন্ত ফাইনাল হারের মুখ দেখেননি এই ওপেনার। বিপিএলের এবারের আসরের আগে ফাইনাল জয়ের 'মন্ত্র' জানিয়ে দিলেন এই অধিনায়ক। ফাইনালে যে দল বেশি 'শান্ত' থাকবে, তারাই জিতবে বলে মনে করছেন তিনি।

promotional_ad

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছিলেন তামিম। সেবার তামিমের দলের স্বীকৃত অধিনায়ক ছিলেন ইমরুল কায়েস। এ ছাড়া গত আসরে ফরচুন বরিশালকেই শিরোপা জেতান তামিম। এবারও চিটাগং কিংসের বিপক্ষে দলে জেতাতে বদ্ধ পরিকর তিনি।


আরো পড়ুন

বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম

১৫ ফেব্রুয়ারি ২৫
বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

ফাইনালের আগে গণমাধ্যমকে তামিম বলেন, 'যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাই ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে দুবার আমার হয়েছে। কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না।'


'আশা করি কালকের দিনটাও এরকমই যাক। আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।'



promotional_ad

জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলেন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়দের সঙ্গে নিয়ে দুর্দান্ত একটি মৌসুম পার করেছে বরিশাল।


আরো পড়ুন

এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর

১১ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

দলে আছেন ডেভিড মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, মোহাম্মদ আলীদের মতো প্রতিভাবান বিদেশি ক্রিকেটার। এ ছাড়া জাহানদাদ খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদির মতো বিদেশি ক্রিকেটাররাও এবারের আসর মাতিয়েছেন দলটির হয়ে।


জাতীয় দল এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে আসরের শুরু থেকেই দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল বরিশাল। দলের ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি তামিম। একইসঙ্গে ক্রিকেটারদের ওপর দলের দায়বদ্ধতার কথাও জানান তিনি।



তামিম আরও বলেন, 'আমাদের দলের ক্রিকেটাররা বেশ অভিজ্ঞ। ভিন্ন ভিন্ন চাপ তারা বিভিন্ন সময়ে মোকাবেলা করেছে। ওগুলোকে অনেক সময় পার করেছে, অনেক সময়ে ফেল করেছে, আবার চেষ্টা করে হয়ত পেরেছে। অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার। এ ছাড়া আমাদের দলে যারা খেলছে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিতে ভেরি রিল্যাক্স কালচার। আমরা কোনো কিছুই সীমার বাইরে করি না, জিতলেও না, হারলেও না।'


'আমি সবসময় আমাদের ক্রিকেটারদের একটা কথাই বলি, এই টুর্নামেন্টে যেটাই হোক না কেন, আমরা জিতি বা হারি, আমাদের দলে একটা জিনিস গ্যারান্টেড। সেটা হচ্ছে ক্রিকেটারদের ওপর সম্মান। এটা গ্যারান্টেড, অন্য কিছু না। আমরা চ্যাম্পিয়ন হতে পারি, নাও হতে পারি, প্রথম রাউন্ডেই বা যেতে পারি, তবে একটা জিনিস গ্যারান্টেড, এটা হচ্ছে সম্মান। পারফরম্যান্সের কারণে আপনাকে খুব বেশি ভালোবাসা দেয়া হবে না, আবার খারাপ খেলার কারণে খারাপ ব্যবহার করা হবে না। আমি মনে করি এটাই আমদের উন্নতির চাবিকাঠি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball