৪৮ ঘণ্টায় ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যা সমাধানের আশ্বাস বিসিবির
ছবি: বিসিবির সভা শেষে কথা বলছেন মাহবুব আনাম (বামে) ও ইফতেখার রহমান মিঠু (ডানে), ক্রিকফ্রেঞ্জি
চট্টগ্রামে পা রাখার পর প্রথম দিন অনুশীলন না করে বিশ্রামে ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। তবে ১৫ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় অনুশীলন করার কথা ছিল তাদের। তবে সকাল ৯ টা ৪৮ মিনিটে অনুশীলন বাতিল করে ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা জানায় রাজশাহীর মিডিয়া বিভাগ। যদিও একটু পরই মেলে ভিন্ন তথ্য।
কঠিন ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিসিবির
৬ মিনিট আগেবিপিএলে ৬ ম্যাচ খেললেও এখনো পারিশ্রমিক বুঝে পাননি দলটির স্থানীয় ক্রিকেটাররা। পরবর্তীতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে ২৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশের চেক পান তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা। একই দলের ক্রিকেটার লাহিরু সামারকুন পারিশ্রমিক না পেয়ে বিসিবির কাছে অভিযোগ জানায়। পারিশ্রমিক সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে চিটাগং কিংসেরও নাম।
এখন পর্যন্ত পারিশ্রমিক না দেয়ায় দল ছেড়ে বাসায় চলে যান পারভেজ হোসেন ইমন। যদিও পরবর্তী সময়ে ফেসবুকে পোস্ট করে তরুণ এই ওপেনার নিশ্চিত করেছেন, তিনি ছুটি নিয়েছিলেন। তবে ইমন যে টাকা পাননি কিংবা তাকে দেয়া হয়নি সেটা স্বীকার করেছেন চিটাগংয়ের কর্ণধার সামির কাদের চৌধুরি। এতসব ঘটনার পর বিসিবি পক্ষ থেকে গুরুত্ব সহাকারে দেখার আশ্বাস পাওয়া গেছে।
এ প্রসঙ্গে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা সম্প্রতি দেখছি, কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক, অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে। এটা আমলে নিয়েছি। আজকে এরই মধ্যে এটা নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। বিপিএলের সঙ্গে বাংলাদেশের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা গুরুত্ব দিয়ে দেখব। ক্রিকেটারদের ইয়ে হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব।’
টাকা নিয়ে দরজায় কড়া নাড়লেও কেউ দরজা খোলেনি: তাসকিন
১১ ঘন্টা আগেবিপিএল শুরুর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে আলোচনা করেছিলেন বিসিবি ফারুক। টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে তাদের সঙ্গে আরও একবার বসতে যাচ্ছে বিসিবি। পারিশ্রমিক নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মাঝে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসা হবে বলে নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। সেই সঙ্গে দুদিনের মাঝে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।
মাহবুব আনাম বলেন, ‘এই (বিপিএলের পারিশ্রমিক সমস্যার) ব্যাপারে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেয়ার... বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে নিয়েই নেয়া হবে। যেন এটা স্বচ্ছ থাকে। আমার মনে হয়েছে, বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। সেগুলো দূর করব এবং ক্রিকেটারদের সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার। বিপিএলের পারিশ্রমিকের চুক্তিগত নিয়ম আছে তা মেনে চলা হবে।
নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর আগে পারিশ্রমিকের ৫০ শতাংশ ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন ২৫ শতাংশ এবং বিপিএল শেষে নির্দিষ্ট সময়ের মাঝে বাকি ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। অথচ হাতেগোনা দু-একটি ফ্র্যাঞ্চাইজি ছাড়া বাকিদের কেউই এই নিয়ম মেনে চলছে না। বিসিবি সভায় বিস্তারিত আলোচনা হওয়ার পর মাহবুব আনাম জানিয়েছেন, পারিশ্রমিক নিয়ে বিসিবির নিয়ম মেনে চলতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।
তিনি বলেন, ‘এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এই ব্যাপারে তাৎক্ষনিক যে সিদ্ধান্ত নেওয়ার বা পদক্ষেপ নেওয়ার সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা মিলে বসে আলোচনা করে নিব। বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। আমাদের সেই দূরত্বগুলো মেটাতে হবে এবং ক্রিকেটারদের আশ্বস্ত করতে হবে যে বিপিএলের পারিশ্রমিকের যে নিয়ম আছে তা মেনে চলতে হবে (ফ্র্যাঞ্চাইজিগুলোকে)।