promotional_ad

জুজু কাটিয়ে মিরাজের ব্যাটে জিতল খুলনা

খুলনা টাইগার্সের জয়ের নায়ক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
৮ ম্যাচে পাঁচটিতে রান তাড়া করতে গিয়ে সবকটিতেই হেরেছে খুলনা টাইগার্স। বিপিএলের চলমান আসরে রান তাড়া করে জিততে না পাওয়ার জুজু অবশেষে কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজরা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫৩ রানের লক্ষ্য তাড়া পাওয়া জয়ে সবচেয়ে বেশি অবদান মিরাজেরই। বল হাতে মাত্র এক উইকেট নিলেও ব্যাটিংয়ে সেটা পুষিয়ে দিয়েছেন খুলনার অধিনায়ক। আক্রমণাত্বক ব্যাটিংয়ে খেলেছেন ৭০ রানের ইনিংস। মিরাজের এমন ব্যাটিংয়ে সিলেটের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে খুলনা। এমন জয়ে প্লে-অফের দৌড়ে আরও খানিকটা এগিয়ে গেলেন মিরাজ-আবু হায়দার রনিরা।

promotional_ad

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য তাড়ায় খুলনাকে দারুণ শুরু এনে দেন মিরাজ ও নাইম। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লের পুরোটা সময় দাপট দেখিয়েছে খুলনা। যদিও পাওয়ার প্লে শেষের আগেই ফিরতে পারতেন আক্রমণাত্বক ব্যাটিং করা মিরাজ। তবে অনেকটা দৌড়ে গিয়ে আরিফুল হক ক্যাচ নিতে না পারায় জীবন পান তিনি। জীবন পেয়ে সেটা কাজেও লাগিয়েছেন ডানহাতি এই ব্যাটার। 


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত মিরাজ

৪ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ , ক্রিকফ্রেঞ্জি

পাওয়ার প্লে শেষ হওয়ার পর নাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন নিহাদ উজ জামান। বাঁহাতি স্পিনারের শর্ট ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারার চেষ্টায় কাদিমের হাতে ক্যাচ দিয়েছেন ২০ রান করা নাইম। একটু পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। সামিউল্লাহ শেনওয়ারির বলে চার মেরে ২৯ বলে পঞ্চাশ ছুঁয়েছেন খুলনার অধিনায়ক। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে নামলেও সুবিধা করতে পারেননি আফিফ হোসেন।


সামিউল্লাহর ছক্কা মারার মতো ডেলিভারিতে স্কয়ার লেগে জাকের আলীর হাতে ক্যাচ দিয়েছেন ৩ রান করা এই ব্যাটার। মাঝে সিলেটের স্পিনাররা চেপে ধরায় রান তোলার গতি কমে যায়। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি মিরাজের। ৭০ রানের ইনিংস খেলে ফিরেছেন নিহাদের বলে টিপু সুলতানকে ক্যাচ দিয়ে। ভালো শুরু পেলেও জয় পাওয়ার একটু আগে ফিরেছেন ১৭ রান করা মাহিদুল ইসলাম অঙ্কন। পরবর্তীতে অ্যালেক্স রস ও উইলিয়াম বসিস্তো মিলে খুলনার জয় নিশ্চিত করেন।


টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই রনি তালুকদারের উইকেট হারায় সিলেট। মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে আমের জামালকে ক্যাচ দিয়েছেন ডানহাতি এই ওপেনার। রনি ফেরার পর জুটি গড়ে তোলেন জাকির হাসান ও জর্জ মানজি। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লে’তে দাপট দেখায় সিলেট। যেখানে প্রথম ছয় ওভারে আর কোন উইকেট না হারিয়ে ৫৮ রান তোলে তারা। 



promotional_ad

ইনিংসের পঞ্চম ওভারে মিরাজের উপর ঝড় তুলেছিলেন মানজি। সেই ওভার থেকে এসেছিল ২৩ রান। একেবোরে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করা বাঁহাতি ওপেনার পঞ্চাশ ছুঁয়েছেন ২৮ বলে। যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আবু হায়দার রনিকে ছক্কা মারার পরের বলেই স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়েছেন। স্কটিশ ওপেনার ফিরেছেন ৫৮ রানের ইনিংস খেলে।


আরো পড়ুন

খুলনার টানা ৪ হার, দুইয়ে চিটাগং

১৬ জানুয়ারি ২৫
হেরেই চলেছে খুলনা টাইগার্স

মানজি ফেরার পর কাদিম, জাকের, আরিফুল, সামিউল্লাহদের কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। অন্য প্রান্তে টিকে থাকা জাকির ফিরেছেন হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই। আবু হায়দারের বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৪৪ রানের ইনিংস খেলা জাকির। খুলনার বোলারদের তোপে শেষ পর্যন্ত ৯ উইকেট ১৫২ রান তোলে সিলেট। খুলনার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, আবু হায়দার ও সালমান ইরশাদ।


সংক্ষিপ্ত স্কোর:


সিলেট স্ট্রাইকার্স- ১৫২/৯ (২০ ওভার) (মানজি ৫৮, জাকির ৪৪,সুমন ১২; রনি ২/২৭, ইরশাদ ২/২৪)



খুলনা টাইগার্স- ১৫৬/৪ (১৯.৫ ওভার) (মিরাজ ৭০, নাইম ২০, আফিফ ৩, রস ২০*, বসিস্তো ১৯*, অঙ্কন ১৭; নিহাদ ২/২৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball