promotional_ad

বল হাতে ম্যাচ জিতিয়ে বার্ল বললেন, 'অলরাউন্ডার হওয়ার এটাই সৌন্দর্য্য'

সংবাদ সম্মেলনে রায়ান বার্ল, বিসিবি
রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়ে বিপিএলের গ্রুপ পর্বের শেষ ভাগে বড় চমক দেখিয়েছে দুর্বার রাজশাহী। এই ম্যাচে বল হাতে চমক দেখিয়েছেন রায়ান বার্ল। যদিও ব্যাট হাতে এদিন প্রথম বলেই আউট হয়েছেন তিনি। এই ম্যাচে প্রায় অজেয় হয়ে ওঠা রংপুরকে ২৪ রানে হারিয়ে প্লে অফের আশা জোরালো করেছে।

promotional_ad

এদিন ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় বার্ল নিয়েছেন ৪টি উইকেট। সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার জানিয়েছেন গতির বৈচিত্র কাজে লাগিয়েই সফল হয়েছেন তিনি। এমন বোলিংয়ের রংপুরের ব্যাটারদের খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছিলেন তিনি।


আরো পড়ুন

রাজশাহীর কোচ হয়ে আসছেন ইজাজ আহমেদ

২৪ ডিসেম্বর ২৪
ইজাজ আহমেদ, দুর্বার রাজশাহী

নিজের বোলিংয়ের রহস্য খোলাসা করে বার্ল বলেছেন, 'আমি আসলে গতির বৈচিত্র কাজে লাগানোর চেষ্টা করছিলাম। খেয়াল করলে দেখবেন, ওরা লেগ স্পিন ডেলিভারিগুলো বড় শটের তেমন চেষ্টা করেনি। জোরের ওপর করা বলগুলো মারার চেষ্টা করেছে, সেখান থেকেই উইকেট পেয়েছি।'


রাজশাহী নিজেদের আগের ম্যাচটি খেলে চিটাগং কিংসের বিপক্ষে। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় অ্যাঙ্কেলের চোটে পড়েন বার্ল। সেই চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি তিন। যদিও এবারের বিপিএলে রাজশাহীর অন্যতম সেরা পারফর্মার বার্ল। 



promotional_ad

টুর্নামেন্ট জুড়ে ৯ ইনিংসে তার সংগ্রহ ২৪৫ রান। ব্যাট হাতে পেয়েছেন একটি হাফ সেঞ্চুরিও। হুট করে শূন্য রানে আউট হয়ে বার্ল নিজেও বিরক্ত। তিনি জানিয়েছেন শূন্য রানে আউট হওয়া হতাশাজনক। তবে বল হাতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার হওয়ার এটাই সুবিধা মানছেন তিনি।


আরো পড়ুন

ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা

১৮ জানুয়ারি ২৫
রনি তালুকদারকে আউট করে সানজামুল ইসলামের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

বল হাতে অবদান রাখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বার্ল বলেছেন, 'শূন্য রানে আউট হওয়া অবশ্যই হতাশাজনক। তবে অলরাউন্ডার হওয়ার সৌন্দর্য্য এটাই। খেলাটির অন্য দিক দিয়েও অবদান রাখা যায়। সেটি করতে পারায় খুব খুশি।'


রাজশাহীর বিপক্ষে রংপুরের হারাকে অনেকে পচা শামুকে পা কাটার সঙ্গে তুলনা করছেন। বার্ল অবশ্য টেবিল টপারদের হারিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন। এই জয়ে প্লে অফে খেলার আশায় অনেকটাই প্রাণ দিয়েছে রাজশাহী। বার্ল জানালেন এবার তারা প্লে অফে যেতে চেষ্টা করবেন।



এ প্রসঙ্গে বার্ল বলেন, 'খুবই আনন্দময় অনুভূতি। টুর্নামেন্টের এক নম্বর দলের বিপক্ষে জেতায় তৃপ্তি একটু বেশি। তারা দারুণ ছন্দে ছিল, ক্রিকেটাররা ভালো ফর্মে ছিল। আমাদের জন্য বাঁচা-মরার লড়াইয়ের মতো ছিল। এখন প্লে-অফ খেলার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball