বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের পেশাদারিত্বের অভাব দেখছেন সোহান
ছবি: সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান, বিসিবি
বিপিএলের প্রথম দিনেই বিতর্কের সৃষ্টি করেছিল দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট শুরু হওয়ার পরও সময় মতো ম্যাচ জার্সি হাতে পাননি রাজশাহীর ক্রিকেটাররা। ফলে অনুশীলন জার্সি গায়ে জড়িয়েই টস করতে এসেছিলেন অধিনায়ক এনামুল হক বিজয়। বিপিএলে কিংবা পেশাদার কোন টুর্নামেন্টে এমন চিত্র খুবই বিস্ময়কর ঘটনা। একই দলের সবচেয়ে আলোচনার বিষয় ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া।
প্রথম বলে ৬ মারার পর বিশ্বাস বেড়ে গিয়েছিল: সোহান
৯ জানুয়ারি ২৫ছয় ম্যাচ খেলার পরও নিয়ম অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় চট্টগ্রামে অনুশীলন বয়কট করেন তাসকিন আহমেদ-বিজয়রা। এমনকি ম্যাচ না খেলার হুমকিও দিয়েছিলেন তারা। পরবর্তীতে সময়ে অপেশাদারিত্ব যোগ করেছে বিপিএলের মাঝ পথে অধিনায়ক পরিবর্তন করা। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করার পর নেতৃত্ব হারান বিজয়। চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের ঘণ্টা দুয়েক আগে তাসকিনকে অধিনায়কের দায়িত্ব দেয় রাজশাহী।
এ প্রসঙ্গে সোহান বলেছেন, 'আমার কাছে মনে হয় রংপুর এবং বরিশালের যে ফ্যানবেস... সিলেটের অনেক দর্শক, চিটাগংয়ে অনেক দর্শক। যদি ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, পেশাদারভাবে যদি ফ্র্যাঞ্চাইজি চালানো হয় দর্শক অনেক বেশি মাঠে আসবে। এটা আসল জিনিস। আমাদেরকে বুঝতে হবে বিপিএলে একটা পেশাদারিত্ব আছে, এখানে কিছু জিনিস হয়েছে যেগুলো আরও বেশি উন্নতি করা যায় দলগুলোর জন্য। রংপুর, বরিশাল, এমনকি চিটাগংকেও আমার কাছে মনে হচ্ছে (ভালো)। জিনিসগুলো পেশাদারভাবে চালালে অনেক বেশি দর্শক আরও আসবে। আমার মনে হয় এটা এভাবে চালানো উচিত।'
টানা ৮ জয়ে সবার আগে প্লে-অফে রংপুর
১৭ জানুয়ারি ২৫এদিকে এবারের বিপিএলে দারুণ সময় কাটাচ্ছে রংপুর। টানা ৮ ম্যাচে জয় তুলে নিয়েছিল দলটি। যদিও বৃহস্পতিবার তারা দুর্বার রাজশাহীর কাছে হেরে গেছে ২৪ রানের ব্যবধানে। প্লে অফের আগে এমন জয়কে অ্যালার্মিং মনে করছেন রংপুর দলের অধিনায়ক সোহান। আবারও জয়ের ধারায় কীভাবে ফেরা যায় সেই চেষ্টাতেই কাজ করার কথা জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
নিজেদের পারফরম্যান্স নিয়ে সোহান বলেছেন, ‘আপনিতো সব ম্যাচ জিতবেন না। কিন্তু হারাটা আমাদের কাছে অ্যালার্মিং। আমি মনে করি জিততে হলে ভালো ক্রিকেটটাই খেলতে হবে। আপনি আসবেন আর জিতে যাবেন সেটা আশা করা ঠিক হবে না। যেদিন ভালো ক্রিকেট খেলবেন পার্টিকুলারলি সেই দিনই জিতবেন। এখান থেকে কীভাবে আরও স্ট্রংলি ফিরে আসা যায় সেটা নিয়েই আমরা সবাই কাজ করবো।’