খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল: সৌম্য
ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি
যদিও চোটের কারণে বাসায় বসে থাকাই তার জন্য কষ্টের ছিল। চোটের পর পুনর্বাসন কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন সৌম্য। দ্রুতই হয়তো তাকে দেখা যাবে বিপিএলেও। তাই যেন হাফ ছেড়ে বেঁচেছেন এই ক্রিকেটার।
জোরাজুরি করে ‘বিপদ’ বাড়াতে চান না সৌম্য
১৮ জানুয়ারি ২৫গণমাধ্যমের সঙ্গে ফেরার অনুভূতি জানিয়ে সৌম্য বলেছেন, ‘যেহেতু খেলোয়াড়, মাঠে ফিরেছি, এটাই সবচেয়ে ভালো। ইনজুরি ছিল, একটু কঠিন সময় গেছে। সবচেয়ে কষ্ট ছিল, বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলাগুলো খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল। খেলা চলছে, ইচ্ছা ছিল শুরু থেকে খেলার। তাই একটা আফসোস ছিল।’
চোটে পড়ার আগেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন সৌম্য। গ্লোবাল সুপার লিগে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলেছিলেন ৭৩ বলে ৭৩ রানের ইনিংস। আর টি-টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন ৩২ বলে ৪৩ রানের একটি নক।
অনুশীলন করেই মাঠে ফেরার জন্য নিজেকে তৈরি করার লক্ষ্য নিয়ে সৌম্য বলেন, ‘পরিস্থিতিটা তো মাথার ভেতরে থাকে। ওখানে (মাঠে) তো আমাকে সহজ কিছু দেবে না, ফিল্ডিংয়ের সময় বলেন আর ব্যাটিংয়ের সময় বলেন না। ওখানে পরিস্থিতি পুরোটাই আলাদা। ওইটার জন্য যত বেশি কঠিন অনুশীলন করতে পারব, মানসিকভাবে ততই ভালো হবে।’
টানা ৮ জয়ে সবার আগে প্লে-অফে রংপুর
১৭ জানুয়ারি ২৫সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এরই মধ্যে সৌম্যকে নিয়েই এই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। তাই বিপিএল দিয়েই জাতীয় দলের প্রস্তুতিটা সেরে নিতে হবে সৌম্যকে।