promotional_ad

বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জেসন রয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা, ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ
বিপিএল খেলার জন্য ৬ জানুয়ারি মাঝরাতে ঢাকায় পৌঁছেছেন জেসন রয়। ঢাকার মালিকানা প্রতিষ্ঠান হারল্যান গ্রুপের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান চিত্রনায়ক ইমন। ইংল্যান্ডের এই ওপেনার আজ ভোরেই স্থানীয় একটি ফ্লাইটে পৌঁছে গেছেন সিলেট।

promotional_ad

আপাতত দুই ম্যাচ খেলার চুক্তিতে বিপিএলে এসেছেন রয়। আজ (৭ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার জার্সিতে খেলতে দেখা যাবে ইংলিশ এই ওপেনারকে। ৯ জানুয়ারি ঢাকার পরের ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষেও খেলবেন ৩৪ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার।


১০ জানুয়ারি ঢাকার প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। স্বাগতিকদের বিপক্ষে রয় খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কারণ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলবেন রয়। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট শুরু হবে ১১ জানুয়ারি থেকে।


promotional_ad

একদিন পর ১২ জানুয়ারি শারজাহর হয়ে খেলার খেলার কথা তার। ফলে ২ ম্যাচের বেশি রয়ের খেলার সম্ভাবনা ক্ষীণ। এবারই প্রথমবার বিপিএলে আসছেন না রয়। সবশেষ ২০১৯ সালে সিলেট সিক্সার্সের জার্সিতে খেলেছিলেন ডানহাতি এই ওপেনার।


সেবার ৪ ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ৬৭ রান। এর আগে ২০১২ সালে চিটাগং কিংসের হয়ে ১০ ম্যাচে ২২৫ রান করতে পেরেছিলেন ইংলিশ এই ব্যাটার। পরের আসরে একই দলের হয়ে ৭ ম্যাচে করেছিলেন ১৮২ রান।


বিপিএলের এবারের আসরে অংশ নিয়ে একের পর এক চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও নিজেদের প্রথম জয় এখনও তুলে নিতে পারেনি দলটি। টানা তিন হারে বিপিএলের প্রথম পর্ব শেষ করেছে ঢাকা। পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে তারা আছে সবার শেষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball