‘এতদিন যা হয়েছে এখনও তা হলে এসে তো কোন লাভ নেই’
ছবি: সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি
মিরপুরের মরা উইকেটে ব্যাটারদের হাঁসফাঁস করতে দেখে হতাশ হয়ে পড়তেন দর্শকরাও। এবার অবশ্য বিপিএলের প্রথম পর্বে উইকেটের সমালোচনা কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ৮ ম্যাচে ১৩২ ছক্কার সঙ্গে হয়েছে ২৩০ চার। প্রথম ইনিংসে গড়ে রান হয়েছে ১৮০ রান করে। তাতে খানিকটা হাসি ফুটেছে সমর্থকদের মুখে। তবে বিপিএলের এবারের মৌসুম নিয়ে সমালোচনা একেবারেই নেই সেটা বলারও সুযোগ নেই।
টুর্নামেন্ট নিয়ে মাস দুয়েকের প্রস্তুতি থাকলেও ম্যাচের আগের দিন টিকিটের বিস্তারিত জানায় বিসিবি। অনলাইন সার্ভারে অনায়াসে টিকিট ক্রয় করতে পারছিলেন না দর্শকরা। এমনকি বুথেও লম্বা লাইনে বেগ পোহাতে হয়েছে। কারণ বিকেলে চারটা নাগাদ টিকিট পাঠানোর কথা থাকলেও সেটা গিয়ে পৌঁছায় সন্ধ্যা ৭ টায়। এমন অবস্থায় শেষ বিকেলে মিরপুরে এসে বিক্ষোভ করেছিলেন দর্শকরা। ম্যাচের দিন দুপুরের আগে তো স্টেডিয়ামের প্রধান ফটকের গেইটও ভেঙে ফেলেছিলেন তাঁরা।
সেখানেই অবশ্য থেমে থাকেননি দর্শকরা। নতুন বছরের শুরুতে টিকিট না পেয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন মিরপুর সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আগুন দিয়েছিলেন। সেই সঙ্গে সুইমিং কমপ্লেক্সের স্থাপনা ভাঙচুর করেছেন টিকিট না পাওয়া বিক্ষুব্ধ মানুষ। মাঠের বাইরে এমন কিছু ঘটলেও মাঠের ক্রিকেটে মানুষের প্রত্যাশা মেটাতে পেরেছেন বলে মনে করেন নাজমুল আবেদিন ফাহিম।
সিলেট, চট্টগ্রাম ও ঢাকার শেষ পর্বে দর্শকদের এমন অবস্থায় আর ফেলতে চান না বিসিবির এই পরিচালক। এমনটা করতে পারলে ভালো বিপিএল হয়েছে তা ধরে নেয়া যাবে বলে জানান তিনি। নাজমুল আবেদিন বলেন, ‘আমি একা করছি এই কথা ঠিক না, অনেক আছে সবাই মিলেই কাজ করছে। বিপিএলে অনেক ভালো কিছু হয়েছে এগুলোর কৃতিত্ব তাদেরও অবশ্য। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে কারণ সবার প্রত্যাশা অনেক। এতদিন যা হয়েছে তেমনই যদি হয় তাহলে তো এসে কোন লাভ নেই। প্রত্যাশা অনেক, কিছু জায়গায় আমরা প্রত্যাশা মেটাতে পেরেছি।’
‘মাঠের খেলাতে আমরা কিছুটা প্রত্যাশা মেটাতে পেরেছি। মাঠের বাইরে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা পারিনি। কিন্তু বিপিএল এখনও শেষ হয়নি, সামনে আরও সুযোগ আছে। আমরা যদি সিলেটে দর্শকদের খুশি করতে পারি, চিটাগংয়ে তাদের দর্শকদের খুশি করতে পারি এবং শেষ লেগে গিয়ে ঢাকাতে প্রথম যে লেগটা হয়েছে সেরকম কোন কিছুর মুখোমুখি না হতে হয় সেটা যদি নিশ্চিত করতে পারি তাহলে ধরে নেব একটা ভালো বিপিএল হয়েছে।’
মিরপুরে বেশিরভাগ ম্যাচেই প্রত্যাশিত রানের দেখা পেয়েছেন দর্শকরা। তবে সিলেটে কেমন উইকেট দেখা যাবে তা এখনও নিশ্চিত নয়। কারণ গত মাসে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির শুরুতে রান হলেও পরের দিকে রান পাওয়া যায়নি। যদিও নাজমুল আবেদিনের আশা সিলেটেও দেখা যাবে রানবন্যা।