promotional_ad

হেলসের সঙ্গে কথা বলার পর ব্যাটিং সহজ হয়েছে: সাইফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাইফ হাসান (বামে), অ্যালেক্স হেলস (ডানে), ক্রিকফ্রেঞ্জি
১৫ রানে ২ উইকেট হারিয়ে ফেললেও ওপেনার অ্যালেক্স হেলস আর চারে নামা সাইফ হাসানের ব্যাটে ভড় করে ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এর মধ্যে দিয়ে বিপিএলের এবারের আসরে টানা তিন ম্যাচে জয় পেয়েছে দলটি।

promotional_ad

রংপুরের জয়ে বড় অবদান রেখেছেন সাইফ। তিনি খেলেছেন ৪৬ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস। আর অপরপ্রান্তে হেলস অপরাজিত ছিলেন ৪১ বলে ৪৯ রান করে। সাইফ জানিয়েছেন হেলসের সঙ্গে কথা বলার পরই তার ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল।


সংবাদ সম্মেলনে রংপুরের এই ব্যাটার বলেন, 'যখন ব্যাটিংয়ে নেমেছিলাম চাপের মুহূর্ত ছিল। খুব খুশি যে দলের জন্য অবদান রাখতে পেরেছি। হেলসের সঙ্গে কথা বলার পর ব্যাটিংটা সহজ হয়েছে। আমরা খুব ভালো একটি জয় পেয়েছি।'


সাইফ গ্লোবার সুপার লিগ জয়ী রংপুর দলে ছিলেন। সেই টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে না খেললেও পরের ম্যাচগুলোতে দলের আস্থার প্রতিদান দিয়েছিলেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাওয়া চোটের কারণে বিপিএলের শুরুর দিকে খেলা হচ্ছে না সৌম্য সরকারের।


promotional_ad

তার অবর্তমানে রংপুর দলের বড় দায়িত্ব এখন সাইফের কাঁধে। এবারের বিপিএলে প্রথম ম্যাচেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। পরের ম্যাচে সিলেটের বিপক্ষে ৪ রান করে ফিরলেও বরিশালের বিপক্ষে আবার হেসেছে তার ব্যাট।


সাইফ মনে করেন গ্লোবাল সুপার লিগ থেকেই দলটির বড় দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। আস্থা রাখার জন্য টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানিয়েছেন ডানহাতি এই ব্যাটার।


সাইফ বলেছেন, 'শুরু এই ম্যাচেই না জিএসএল থেকেই আমার ওপর ভালো একটি দায়িত্ব ছিল। সবাই আমাকে পেছন থেকে অনুপ্রেরণা দিয়েছে। খুব খুশি যে টিম ম্যানেজমেন্ট সবাই আমার ওপর বিশ্বাস রেখেছে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball