রাজশাহীর সহকারী কোচের দায়িত্বে ইফতিখার
ছবি: ইফতিখার আনজুম, দুর্বার রাজশাহী
তারা এবার সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুমকে। তাকে পাকিস্তানের ক্রিকেটে মোটামুটি জনপ্রিয়ই বলা চলে। গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি।
এমনকি শহীদ আফ্রিদির অন্তবর্তীকালিন নির্বাচক প্যানেলেও আব্দুল রাজ্জাকের সঙ্গে ছিলেন ইফতিখারও। পাকিস্তান জাতীয় দলের ৬২টি ওয়ানডে ২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৭৮টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ার শেষে পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
রাজশাহী ক্রিকেটার সাইনিংয়েও অন্য দলগুলোর চেয়ে খুব একটা পিছিয়ে নেই। কদিন আগেই তারা দলে ভিড়িয়েছে মোহাম্মদ হারিস ও রায়ান বার্লকে। দলটির প্রধান কোচ হয়ে আসছেন আরেক পাকিস্তান ইজাজ আহমেদ।
এবারের বিপিএলের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর। প্রথম দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা। এরই মধ্যে বিপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। শুক্রবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দলটি।
দুর্বার রাজশাহী-
সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল।
ড্রাফট- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।