বিপিএলে খুলনার হয়ে খেলবেন সালমান
ছবি: জ্যামাইকা তালাওয়াশের হয়ে সিপিএলে খেলেছিলেন সালমান ইরশাদ
তাদের মতো শেষ মুহূর্তে এসে বিদেশি তারকা ভেড়ানো মনোযোগ দিয়েছে খুলনা টাইগার্স। ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন সালমান ইরশাদ। ডানহাতি পেসারের খেলার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে খুলনার একটি সূত্র। তবে কয় ম্যাচের জন্য খেলতে আসছেন তা এখনও নিশ্চিত নয়।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবয়ান সুপার লিগের (সিপিএল) পাশাপাশি বিপিএলেও খেলার অভিজ্ঞতা আছে সালমানের। ২০২৩ সালে ঢাকা ডমিনেটর্সের হয়ে প্রথমবার বিপিএলে খেলতে এসেছিলেন ২৯ বছর বয়সী এই পেসার। সেবার তাদের হয়ে ৫ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
সবশেষ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন পাকিস্তানের এই পেসার। দুই ম্যাচ খেলার সুযোগ পাওয়া সালমান নিয়েছিলেন ২ উইকেট। সালমানের পাশাপাশি খুলনার হয়ে খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ ও পেসার মোহাম্মদ হাসনাইন।
এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাস ও ইংল্যান্ডের লুইস গ্রেগরিকে। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছিল খুলনা। আগের মৌসুমের দল থেকে রিটেইন করা হয় আফিফ হোসেন ধ্রুব ও নাসুম আহমেদকে।
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ।
রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ।
সরাসরি বিদেশি চুক্তি: মোহাম্মদ নেওয়াজ, ওশানে থমাস, সালমান ইরশাদ
ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।