বিপিএলে খেলার এনওসি পেলেন পাকিস্তানের ৭ ক্রিকেটার
ছবি: শাহীন আফ্রিদি (বামে), মোহাম্মদ নাওয়াজ (মাঝে), উসমান খান (ডানে)
দল পেলেও সবাইকে অনাপত্তি পত্র দিতে টালবাহানা করেছে পিসিবি। এবার অবশ্য বিপিএলে শুরুর আগেই প্রায় অর্ধেক ক্রিকেটারকে এনওসি দিয়েছে তারা। বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সবার আগে অনাপত্তিপত্র পেয়েছিলেন ফাহিম আশরাফ। তিনি ৩০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন।
সিলেটকে হারিয়ে প্লে-অফের আরও কাছে রাজশাহী
৩ ঘন্টা আগেফলে বোঝাই যাচ্ছে এই অলরাউন্ডার এবারের বিপিএলের পুরো মৌসুমেই খেলবেন। তার দল বর্তমান চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল। এই দলের হয়েই বিপিএলে খেলবেন আরও পাকিস্তানের চার ক্রিকেটার। এর মধ্যে আছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। এ ছাড়া আলী মোহাম্মদ ও ইমরান খান জুনিয়রও খেলবেন বরিশালের হয়ে। আফ্রিদিকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি।
জাহানদাদ ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বিপিএলে থাকবেন তিনি। আর ইমরান এনওসি পেয়েছেন পুরো বিপিএলে খেলার জন্য। এদিকে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে সাইম আইয়ুবের। তবে পাকিস্তানের সাউথ আফ্রিকা সিরিজের পর এই ক্রিকেটারের দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। ৭ জানুয়ারির পর থেকে ঢাকার হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে।
টাকা না থাকলে বিপিএলে দল নিতে না করছেন মালান
৪ ঘন্টা আগেচিটাগং কিংসে আছেন পাকিস্তানের আরু তিন ক্রিকেটার। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হায়দার আলী ও উসমান খান। তাদের মধ্যে এনওসি পেয়েছেন শুধু হায়দার ও উসমান খান। হায়দার পুরো বিপিএলে খেলার সুযোগ পেলেও ২৫ জানুয়ারির পর পাওয়া যাবে না উসমানকে। এদিকে খুলনা টাইগার্সের দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ হাসনাইন।
হাসনাইন এখনও পাননি এনওসি। তবে বিপিএলে খেলার অনুমতি পেয়েছেন নাওয়াজ। তিনি পুরো বিপিএলেই থাকবেন রংপুর রাইডার্সের শিবিরে। এর আগে গ্লোবাল সুপার লিগেও দলটির হয়ে খেলেছেন তিনি। কদিন আগেই মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। তবে তার এনওসির ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।