promotional_ad

২ হাজার ৫০০ টাকায় দেখা যাবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন রাহাত ফাতেহ আলী খান, বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে কদিন আগে থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাসকটও উন্মোচন করেছে তারা। এসবের বাইরে বিপিএলকে বিশ্ব দুয়ারে জনপ্রিয় করে তুলতে খেলার বাইরের অনেক বৈশ্বিক তারকাকে আনার আগ্রহের কথা জানিয়েছিলেন বিপিএলের পরিচালকরা।

promotional_ad

যেখানে তারকা ক্রিকেটার, ফুটবলার থেকে হলিউড অভিনেতা-অভিনেত্রীদের আনার আভাসও দিয়েছিলেন তাঁরা। এ ছাড়া ক্রিকেটাররা ব্যাটে-বলে লড়াইয়ে নামার আগে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করবে বিসিবি। যেখানে বিভিন্ন তারকা শিল্পীদের নিয়ে আয়োজন করা হবে কনসার্ট। বাংলাদেশের তিন শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভিন্ন দিনে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করতে চায় বিসিবি। 


আরো পড়ুন

সিলেটে ১৫০ টাকায় দেখা যাবে বিপিএল

৪ জানুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে মূল আয়োজন। বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হতে যাওয়া কনসার্টে গান গাইবেন পাকিস্তানের তারকা সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান, বাংলাদেশের অ্যাভোয়েড রাফা, মুজা, জেফার, হান্নান, সঞ্জয়রা। এ ছাড়াই জনপ্রিয় ব্যান্ড মাইলসকেও দেখা যাবে গান গাইতে। পুরো অনুষ্ঠান দেখার সুযোগ থাকছে সাধারণ দর্শকদের। 


যদিও চড়ামূল্যে টিকিট কিনে মিরপুর স্টেডিয়ামে বসে কনসার্ট দেখতে হবে তাদের। পুরো আয়োজনের টিকিটের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে আয়োজন করা টিকিফাইকে। তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দসই ক্যাটাগরি থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা। 



promotional_ad

মোট পাঁচটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে বিসিবি। যেখানে সবচেয়ে কম ২ হাজার পাঁচ টাকায় গ্যালারিতে বসে কনসার্ট দেখতে পারবেন দর্শকরা। শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডে বসে উপভোগ করতে চাইলে ২ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে তাদের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের।


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

সিলভার ক্যাটাগরিতে ৬ হাজার এবং গোল্ডে টিকিটের দাম ৮ হাজার টাকা। প্লাটিনাম ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ১২ হাজার টাকা খরচ করে একেবারে সামনের দিকটায় বসে পুরো আয়োজন উপভোগ করতে পারবেন দর্শকরা। ১৭ ডিসেম্বর রাত থেকেই শুরু হচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি। তবে অনলাইনে কত হাজার টিকিট ছাড়া হবে এখন পর্যন্ত নিশ্চিত নয়।


বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটমূল্য-



শহীদ জুয়েল স্ট্যান্ড- ২৫০০ টাকা
শহীদ মুশতাক স্ট্যান্ড- ২৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড- ৪ হাজার টাকা
সিলভার ক্যাটাগরি- ৬ হাজার টাকা
গোল্ড ক্যাটাগরি- ৮ হাজার
প্লাটিনাম ক্যাটাগরি- ১২ হাজার



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball