২ হাজার ৫০০ টাকায় দেখা যাবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
ছবি: বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন রাহাত ফাতেহ আলী খান, বিসিবি
যেখানে তারকা ক্রিকেটার, ফুটবলার থেকে হলিউড অভিনেতা-অভিনেত্রীদের আনার আভাসও দিয়েছিলেন তাঁরা। এ ছাড়া ক্রিকেটাররা ব্যাটে-বলে লড়াইয়ে নামার আগে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করবে বিসিবি। যেখানে বিভিন্ন তারকা শিল্পীদের নিয়ে আয়োজন করা হবে কনসার্ট। বাংলাদেশের তিন শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভিন্ন দিনে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করতে চায় বিসিবি।
আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে মূল আয়োজন। বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হতে যাওয়া কনসার্টে গান গাইবেন পাকিস্তানের তারকা সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান, বাংলাদেশের অ্যাভোয়েড রাফা, মুজা, জেফার, হান্নান, সঞ্জয়রা। এ ছাড়াই জনপ্রিয় ব্যান্ড মাইলসকেও দেখা যাবে গান গাইতে। পুরো অনুষ্ঠান দেখার সুযোগ থাকছে সাধারণ দর্শকদের।
যদিও চড়ামূল্যে টিকিট কিনে মিরপুর স্টেডিয়ামে বসে কনসার্ট দেখতে হবে তাদের। পুরো আয়োজনের টিকিটের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে আয়োজন করা টিকিফাইকে। তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দসই ক্যাটাগরি থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা।
মোট পাঁচটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে বিসিবি। যেখানে সবচেয়ে কম ২ হাজার পাঁচ টাকায় গ্যালারিতে বসে কনসার্ট দেখতে পারবেন দর্শকরা। শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডে বসে উপভোগ করতে চাইলে ২ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে তাদের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের।
সিলভার ক্যাটাগরিতে ৬ হাজার এবং গোল্ডে টিকিটের দাম ৮ হাজার টাকা। প্লাটিনাম ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ১২ হাজার টাকা খরচ করে একেবারে সামনের দিকটায় বসে পুরো আয়োজন উপভোগ করতে পারবেন দর্শকরা। ১৭ ডিসেম্বর রাত থেকেই শুরু হচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি। তবে অনলাইনে কত হাজার টিকিট ছাড়া হবে এখন পর্যন্ত নিশ্চিত নয়।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটমূল্য-
শহীদ জুয়েল স্ট্যান্ড- ২৫০০ টাকা
শহীদ মুশতাক স্ট্যান্ড- ২৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড- ৪ হাজার টাকা
সিলভার ক্যাটাগরি- ৬ হাজার টাকা
গোল্ড ক্যাটাগরি- ৮ হাজার
প্লাটিনাম ক্যাটাগরি- ১২ হাজার