তামিম-আকমলের ব্যাটে উড়ছে পেশোয়ার

পিএসএল
তামিম-আকমলের ব্যাটে উড়ছে পেশোয়ার
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

ইসলামাবাদের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে তামিম ইকবালের পেশোয়ার। নিজেদের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে নেমেছে পেশোয়ারের দুই ওপেনার তামিম ও কামরান আকমল।

শুরু থেকেই বড় স্কোরের ভিত গড়ার চেষ্টা করেন পেশোয়ার দুই ওপেনার। তবে কয়েক ওভারের পর হাত খুলে খেলতে থাকেন দুই ওপেনার। কামরান আকমল ও তামিম ইকবাল বাউন্ডারি খুঁজে নেন।

বিশেষ করে আন্দ্রে রাসেলের চতুর্থ ওভারের দুই ওপেনারই দুই অংকের ঘরে পৌঁছে যায়। 

এখন পড়ন্ত পাঁচ ওভারের খেলা শেষে ৪৩ রান তুলেছে পেশোয়ার। তামিম ১১ ও আকমল ৩১ রানে খেলছেন।

পেশোয়ার একাদশঃ 

তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, উমাইদ আসিফ, ক্রিস জর্ডান, ওয়াহাব ??িয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর।

ইসলামাবাদ ইউনাইটেডঃ

লুক রঞ্চি, চ্যাডউইক ওয়ালটন, আসিফ আলী, ইফতিখার আহমেদ, হুসাইন তালাত, সামিত প্যাটেল, আন্দ্রে রাসেল, শাদাব খান, ফাহিম আশরাফ, রুমমান রায়স, মোহাম্মদ সামি।

আরো পড়ুন: this topic