promotional_ad

শফিউলের আঘাতে বিপর্যস্ত খেলাঘর

promotional_ad

ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ ডিপিএলের ৩০তম ম্যাচে খেলতে নেমেছে অগ্রণী ব্যাংক এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আর এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করে ৫০ ওভারে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় ৫০ ওভারে ২৫৯ রান সংগ্রহ করেছে অগ্রণী ব্যাংক।  দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন জাহিদ জাভেদ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে অধিনায়ক আব্দুর রাজ্জাকের ব্যাট থেকে। 


এদিকে অগ্রণী ব্যাংকের ছুঁড়ে দেয়া ২৬০ রানের জবাবে ইতিমধ্যে খেলতে নেমেই বিপদের মুখে পড়েছে খেলাঘর। মাত্র ২৭ রানের মাথায় ওপেনার রবিউল ইসলাম রবিকে বোল্ড করে ফিরিয়ে দেন পেসার শফিউল ইসলাম। এরপর মাত্র ৭ রানের ব্যবধানে রাফসান আল মাহমুদকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন এই পেসার। 


শ??িউলের দুর্দান্ত বোলিংয়ে টিকতে পারেননি অমিত মজুমদারও। দলীয় ৪০ রানের সময় বাঁহাতি ব্যাটসম্যান অমিতকে (০) উইকেটরক্ষক ধীমান ঘোষের হাতে ক্যাচ বানিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন শফিউল। ফলে রিপোর্ট লেখা পর্যন্ত খেলাঘরের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ৪০ রান (৯ ওভার)। 


আজকের ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছিলেন অগ্রণী ব্যাংকের দুই ওপেনার সৌম্য সরকার এবং আজমির আহমেদ। এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি গড়েন ৫৯ রানের । তবে এরপরেই প্রাইম ব্যাংক শিবিরে প্রথম আঘাত হানেন খেলাঘরের স্পিনার রবিউল ইসলাম রবি।


উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অংকনের হাতে সৌম্যকে (২৪) ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান তিনি। সৌম্য ফিরে গেলে স্কোরবোর্ডে আর কোনো রান না যোগ করেই আউট হয়ে যান আরেক ওপেনার আজমির। ২৫ রান করে মাসুম খানের বলে রাফসান আল মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।



promotional_ad

তবে এরপর শাহরিয়ার নাফিস এবং রাফাতুল্লাহ মোহমান্দের ৪৮ রানের জুটিতে কিছুটা বিপদ কাটিয়ে ওঠে অগ্রণী ব্যাংক। দলীয় ১০৭ রানের সময় রাফাতুল্লাহকে আউট করে ব্রেক থ্রু এনে দেন রাফসান আল মাহমুদ। 


আর রাফাতুল্লাহর বিদায়ের পর দ্রুত শাহরিয়ার নাফিস ও ধীমান ঘোষের উইকেট দুটিও হারিয়ে বসে আব্দুর রাজ্জাকের দল। ১২৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া অগ্রণী ব্যাংক কিছুটা স্বস্তি পায় সালমান হোসেন এবং জাহিদ জাভেদের ব্যাটে। এই দুই ব্যাটসম্যান জুটি গড়েন ৩৪ রানের।


তবে দারুণ ব্যাটিং করে বড় স্কোরের আভাস দেয়া সালমানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করে আবারো ব্রেক থ্রু এনে দেন রাফসান আল মাহমুদ। এরপর দারুণ ব্যাটিং করে নিজের অর্ধশতক তুলে নেন জাহিদ জাভেদ। তাঁর ৫৪ রানের ইনিংসটির পাশাপাশি ৩০ রান করেন অধিনায়ক রাজ্জাকও। মাত্র ১৭ বলে ১ ছয় এবং ৪টি চারের সাহায্যে এই ক্যামিও ইনিংসটি খেলেন তিনি। 


আর এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে অগ্রণী ব্যাংক।  খেলাঘরের পক্ষে রবিউল ইসলাম রবি, মাসুম খান এবং রাফসান আল মাহমুদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেছেন। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ এবং মোহাম্মদ সাদ্দাম। 


অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব দল- 



আজমির আহমেদ, সৌম্য সরকার, রাফাতুল্লাহ মোহমান্দ, শাহরিয়ার নাফিস, ধীমান ঘোষ, সালমান হোসেন, জাহিদ জাভেদ, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, শাহবাজ চৌহান। 


খেলাঘর সমাজ কল্যাণ সমিতি দল- 


রবিউল ইসলাম রবি, রাফসান আল মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, অমিত মজুমদার, নাজিমুদ্দিন (অধিনায়ক), আল মেনেরিয়া, মইনুল ইসলাম, তানভির ইসলাম, মোহাম্মদ সাদ্দাম, হাসান মাহমুদ, মাসুম খান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball