শুভাগতর বোলিং ঘূর্ণির পরও আশরাফুলদের চ্যালেঞ্জিং স্কোর

ডিপিএল
শুভাগতর বোলিং ঘূর্ণির পরও আশরাফুলদের চ্যালেঞ্জিং স্কোর
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ২৯তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন সকাল ৯টায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কলাবাগানের অধিনায়ক মুক্তার আলি। 

এরপর ব্যাটিংয়ে নেমে আকবর-উর-রেহমান এবং মাহমুদুল হাসানের জোড়া অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রান সংগ্রহ করে কলাবাগান। তবে এদিন শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছিলো মুক্তার আলির কলাবাগান দলটি।

মুক্তারের টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণিত করে দিয়েছিলেন শাইনপুকুরের ডান হাতি মিডিয়াম পেসার সুজন হাওলাদার। মাত্র ৫ রানের মাথায় দুই ওপেনার জসিমউদ্দিন এবং মুনিম শাহরিয়ারকে সাজঘরে ফেরত পাঠিয়ে কলাবাগানকে বিপদের মুখে ফেলে দেন তিনি।

এরপর সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আকবর-উর রেহমান এবং মোহাম্মদ আশরাফুল। কিন্তু গাজি গ্রুপের বিপক্ষে গত ম্যাচে মাত্র ৮ রান করা আশরাফুল আজকেও ব্যর্থতার পরিচয় দিলেন। 

রানের খাতা খোলার আগেই মোহাম্মদ সাইফুদ্দিনের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন তিনি। আশরাফুল ফিরলেও আকবরের সাথে ব্যাটিংয়ে যোগ দেন তাইবুর রহমান। আকবর ও তাইবুর জুটি থেকে আসে ৪৩ রান।

৬৫ রানের সময় তাইবুর (২২) শুভাগত হোমের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরে গেলে আবারও বিপদে পরে কলাবাগান। তবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আকবর-উর রেহমান খেলেন ৯১ বলে ৭১ রানের একটি অনবদ্য ইনিংস। কিন্তু ১২৯ রানের সময় আকবরকে আউট করে সাজঘরে ফেরান নাইম ইসলাম। 

এরপর দ্রুত ফিরে যেতে হয় রাহাতুল ফেরদৌস এবং অধিনায়ক মুক্তার আলিকেও। তবে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও উইকেট আঁকড়ে পড়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান। শুভাগত হোমের তৃতীয় শিকার হওয়ার আগে খেলেছেন ৫২ রানের দারুণ একটি ইনিংস।

শেষের দিকে আবুল হাসানও খেলেছেন ৪৭ রানের আরেকটি দারুণ ইনিংস। আর এর ফলে শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়লেও শেষ পর্যন্ত ২৩২ রানের মাঝারি স্কোর নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে কলাবাগান। 

শাইনপুকুরের পক্ষে ৩৪ রানে ৩ উইকেট শিকার করেছেন অধিনায়ক শুভাগত হোম। এছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন সুজন হাওলাদার এবং নাইম ইসলাম জুনিয়র। আর ১টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।  

কলাবাগান ক্রীড়া চক্র দল- 

জসিমউদ্দিন, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ আশরাফুল, আকবর-উর রেহমান, রাহাতুল ফেরদৌস, মুক্তার আলি (অধিনায়ক), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, আবুল হাসান, শাহাদাত হোসেন, তাইবুর রহমান। 

শাইনপুকুর ক্রিকেট ক্লাব-

আফিফ হোসেন, মিনহাজ খান, তৌহিদ হৃদয়, শুভাগত হোম (অধিনায়ক), সাব্বির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার, নাইম ইসলাম জুনিয়র, সাদমান ইসলাম,  উদয় কাউল।

আরো পড়ুন: this topic