promotional_ad

প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াচ্ছে শুক্রবার

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০১৭-১৮ মৌসুমের দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াচ্ছে শুক্রবার। এদিন মাঠে নামবে ছয়টি দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ চলায় জাতীয় দলের শীর্ষ তারকাদের পাচ্ছে না ডিপিএলের দলগুলো।


শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে গাজি গ্রুপ ক্রিকেটার্স মাঠে নামবে নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। শাইনপুকুর নিজেদের প্রথম ম্যাচে  প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে শুভাগত হোমের অলরাউন্ড নৈপূণ্যে ৫ উইকেটে হারিয়ে দাপুটে শুরু পায়।


অন্যদিকে, গাজী গ্রুপ ক্রিকেটার্স নিজেদের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের বড়   ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু পেয়েছে। দু দলই প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী।



promotional_ad

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ফতুল্লাতে প্রাইম দোলেশ্বরের প্রতিদ্বন্দ্বিতা করবে  খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে আবাহনীর বিপক্ষে ৯ উইকেটে হেরে এবারের আসর শুরু করেছে খেলাঘর।


অন্যদিকে, ৫ উইকেটে নবাগত শাইন পুকুরের কাছে হেরে এবারের আসর শুরু করেছে প্রাইম দোলেশ্বর। তাছাড়া, দিনের তৃতীয় ম্যাচে বিকেএসপি তিন নম্বর মাঠে আবাহনী লিঃ খেলবে  কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।


মাশরাফি-বিজয়দের আবাহনী খেলাঘরের বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে এবারের আসর শুরু করে। দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী শক্তিশালী আবাহনী লিঃ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball