promotional_ad

মুম্বাই একাদশে মুস্তাফিজকে চান না আকাশ চোপড়া

promotional_ad

মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা একাদশে মুস্তাফিজুর রহমানকে  চাইছেন না সাবেক ভারতীয় ওপেনার ও বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহেরেন্ডফকে মুম্বাইয়ের একাদশে দেখতে চান তিনি।


একই সাথে বোলিং আক্রমণে আরেক অস্ট্রেলিয়ান প্যাট কামিন্সকে রাখবেন ভারতের হয়ে ১০ টেস্ট খেলা আকাশ চোপড়া। চার বিদেশি কোটায় বাকি দুইজন হবে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস ও মুম্বাইয়ের ঘরের ছেলে কাইরন পোলার্ড। 


আকাশ চোপড়া তার পছন্দের একাদশে মুস্তাফিজুর রহমানের জায়গায় অস্ট্রেলিয়ার হয়ে মাত্র দুটি টি-টুয়েন্টি খেলা বাঁহাতি পেসার জেসন বেহেরেন্ডফকে পছন্দ করছেন। ২০১৭ সালে ভারতের মাটিতেই টি-টুয়েন্টি সিরিজে বেহেরেন্ডফের অভিষেক হয়। 



promotional_ad

অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়েছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই পেসার। এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ২০১৬ আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন।


মুস্তাফিজের হাত ধরেই ২০১৬ সালে আইপিএল জয় করে সানরাইজার্স হায়দ্রাবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই মুস্তাফিজ বিশ্বের অন্যতম সেরা বোলারদের কাতারে জায়গা পাওয়ার যোগ্য। 


দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকেই তরুন মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডীয়ান্স। কিন্তু সাবেক এই ভারতীয় ধারাভাষ্যকার মুস্তাফিজের জায়গায় বেহেরেন্ডফকে নিজের পছন্দের একাদশে রেখেছেন।



আকাশ চোপড়ার মুম্বাই ইন্ডিয়ান্স একাদশঃ


এভিন লুইস, ইশান কিষান, রোহিত শর্মা, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, সূর্যকুমার যাদব, রাহুল চাহার, প্যাট কামিন্স, জাসপ্রিত বুমরাহ, জেসন বেহেরেন্ডোফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball