promotional_ad

শেষটা দেখে আসতে পারায় তুষ্ট সৌম্য

promotional_ad

জাতীয় দলের হয়ে ধারাবাহিকতার অভাবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা হয়নি বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই ঘরের মাঠে দর্শক হয়ে থাকার জ্বালাটা মেটালেন ব্যাটে-বলে। সৌম্যর অলরাউন্ড নৈপুণ্যেই  চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে আট উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।


বোলারদের দাপুটে বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৭৬ রানেই গুটিয়ে দেয় অগ্রণী ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে সৌম্য আর রিফাত উল্লাহর অপরাজিত অর্ধশতকে ১১ ওভার আগেই জয় পেয়ে যায় তারা।


অবশ্য অগ্রণী ব্যাংক ৩৮ রানেই দুই উইকেট হারিয়ে ধুঁকছিল। সৌম্যর ব্যাটে চড়েই সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ায় অগ্রণী ব্যাংক। তরুণ রিফাত হোসেনকে সঙ্গে নিয়ে সৌম্য দারুন খেলেছেন। এই দুজন ১৪০ রানের অপরাজিত জুটি গড়ে মাঠ ছেড়েছেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই।



promotional_ad

চারটি ছয় আর সাতটি চারে ৮৯ রানে অপরাজিত থাকা সৌম্য অবশ্য সেঞ্চুরির জন্য কিছুটা আক্ষেপ করতেই পারেন। সৌম্যর সঙ্গী রিফাতের সংগ্রহ ছিল হার না মানা ৫৫ রান।  এর আগে অগ্রণী ব্যাংকের দুর্দান্ত বোলিংয়ে ১৭৬ রানে গুটিয়ে যায় গেল ডিপিএলের শিরোপাধারী গাজী গ্রুপ ক্রিকেটার্স।


ম্যাচসেরা সৌম্য সরকার, আব্দুর রাজ্জাক ও আল আমিনের ২ টি করে উইকেট শিকার করেছিলেন। শাহবাজ চৌহান নিয়েছেন তিন উইকেট। এদিকে, ম্যাচ শেষে সৌম্য সরকার জানিয়েছেন তার পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত টিকে থাকার। 


এই প্রসঙ্গে বাঁহাতি এই ওপেনার বলেন, "যতই রান করি পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত উইকেটে থাকবো। ডট বল বেশি খেলেছি কিন্তু উইকেটে টিকে থাকার পরিকল্পনাই ছিল। চিন্তা করছিলাম নিজেকে কিভাবে মেলে ধরতে পারি। উপরে তুলতে পারি। তবে, ভালো খেলতে ভালো লাগে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball