promotional_ad

আবারো মাঠে ফিরছেন আশরাফুল

promotional_ad

আগামী ৯ই জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ষষ্ঠ আসর। আর এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।


আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ডাক না পাওয়া জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই খেলবেন বিসিএলে। এখন পর্যন্ত ৩২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্য থেকে হয়তো ১৬ জন ক্রিকেটারকে বাছাই করবেন নির্বাচকেরা।


আর বাকি সকলেই খেলবেন বিসিএল আসরে। মূলত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে যেন ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিতে পারেন সেই লক্ষ্যেই তাদের বিসিএলে খেলার জন্য বলা হয়েছে। 


এই তালিকায় রয়েছেন মমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, সৌম্য সরকার এবং তাসকিন আহমেদও। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ডাক পাওয়ার সম্ভাবনা কম থাকায় বিসিএল আসরটিই এখন এই ক্রিকটারদের জন্য বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।



promotional_ad

এদিকে এবারের বিসিএল দিয়ে আবারো মাঠে ফিরছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর আগে ঘরোয়া ক্রিকেটে তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় ক্রিকেট লীগ এবং ঢাকা প্রিমিয়ার লীগে খেলেছিলেন অ্যাশ। তবে এই প্রথম এনসিএলে খেলছেন তিনি। 


এবারের আসরে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে মাঠ মাতাবেন আশরাফুল। বিসিএলের প্রথম রাউন্ডে মঙ্গলবার বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।


একই দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে ওয়ালটন মধ্যাঞ্চল। বিসিএলের এবারের আসরে খেলা নিয়ে আশরাফুল বলেন,


'গেল বার আমাকে খেলার সুযোগ দেয়া হয়নি। এবার পাচ্ছি, আশা করি ভালো করবো। কারণ আমাকে ক্রিকেটে ফিরতে হলে অনেক খেলতে হবে। সুযোগ না দিলে খেলবো কি করে!'



উল্লেখ্য এর আগে সর্বশেষ ২০১২ সালে বিসিএলে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলেছিলেন আশরাফুল। এরপরই বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন তিনি। পরবর্তীতে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকতে হয় তাঁকে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball