promotional_ad

হিটের ব্যাটিং বনাম স্ট্রাইকার্সের বোলিং

promotional_ad

বিগ ব্যাশে আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। টুর্নামেন্টের ১২ তম ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর ২ টা ১০ মিনিটে খেলাটি শুরু হবে।


বিগ ব্যাশে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। মুখোমুখি লড়াইয়ে ব্রিসবেন হিট, মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে জয় তুলে নেয়। কিন্তু ম্যাককালামের দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।


সবমিলিয়ে, তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট অর্জন করে ব্রিসবেনের দলটি। আর এই ৪ পয়েন্ট নিয়েই বর্তমানে দলটি অবস্থান করছে টেবিলের চার নম্বরে। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস লিন, জো বার্নস ও অ্যালেক্স রসদের নিয়ে সাজানো হিটের ব্যাটিং লাইন-আপটাও টি-টুয়েন্টিময়।



promotional_ad

বোলিংয়েও মার্ক স্টেকিটি ও জস লালরদের নিয়ে ম্যাককালামের দলটি বেশ সামঞ্জস্যপূর্ণ। এদিকে, অ্যাডিলেড স্ট্রাইকার্সও এবারের বিগ ব্যাশ আসরে উড়ন্ত সূচনা করেছে। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট অর্জন করে ট্র্যাভিস হেডের দল।


বিগ ব্যাশের এবারের আসরে বলে ব্যাটে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছে অ্যাডিলেডের দলটি। আর এই অসাধারণ নৈপুণ্যের বদৌলতে দলটি বর্তমানে অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।


অ্যালেক্স ক্যারে, ট্র্যাভিস হেড ও কলিন ইনগ্রামদের নিয়ে দলটির ব্যাটিংটাও বেশ গোছানো। এছাড়া রশিদ খান, পিটার সিডল ও বেন লঘলিনদের নিয়ে সাজানো স্ট্রাইকার্সের বোলিং আক্রমণটাও এবারের বিগ ব্যাশের অন্যতম সেরা বোলিং অ্যাটাক। তবে বিগ ব্যাশের আজকের ম্যাচে মূলত লড়াইটা হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স বোলিং অ্যাটাক বনাম ব্রিসবেন হিটের ব্যাটসম্যানদের মধ্যে। 



ব্রিসবেন হিট সম্ভাব্য একাদশঃ ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ক্রিস লিন, বেন কাটিং, জো বার্নস, জস লালর, জিমি পিয়েরসন (উইকেটরক্ষক), মার্ক স্টেকিটি, অ্যালেক্স রস, মিচেল সুইপসন, ইয়াসির সাহা, ব্রেন্ডন ডগেট।


অ্যাডিলেড স্ট্রাইকার্স সম্ভাব্য একাদশঃ পিটার সিডল, বেন লঘলিন, কলিন ইনগ্রাম, মাইকেল নেসার, জোনাথন ওয়েলস, ট্র্যাভিস হেড (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), বিলি স্ট্যানল্যাকে, জ্যাক লেহম্যান, রশিদ খান, জ্যাক ওয়েদারাল্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball