১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে কোহলি

বিজয় হাজারে ট্রফি
১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে কোহলি
অনুশীলনে বিরাট কোহলি, এএফপি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ভারতের জার্সি গায়ে এখন শুধু তাকে দেখা যায় ওয়ানডেতে। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এর মাঝে ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে ভারতের এই ক্রিকেট গ্রেটকে।

বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে মাঠে নামবেন ভারতের সাবেক এই অধিনায়ক। এর ফলে দীর্ঘ ১৬ বছর পর আবারও কোহলিকে দেখা যাবে ভারতের ৫০ ওভারের এই টুর্নামেন্টে। কদিন আগেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশনা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সেই নির্দেশনা মেনেই ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামবেন কোহলি। তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সচিব অশোক শর্মা। তবে কোহলি কয়টি ম্যাচ খেলবেন তা নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি তিনি।

শর্মা বলেন, 'কোহলি অবশ্যই কয়েকটি ম্যাচ খেলবেন, তবে পুরো টুর্নামেন্টে খেলবেন কি-না, নিশ্চিত নই।' রাঁচিতে রবিবার সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। তার ইনিংস জুড়ে ছিল ১১টি চার ও ৭টি ছক্কা।

এর মধ্যে দিয়ে ওয়ানডেতে ৫২তম সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে বুধবার ও শনিবার। বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামার আগে ভালোই সময় পাচ্ছেন কোহলি। গ্রুপ পর্বে দিল্লির ৭টি ম্যাচ রয়েছে। ৮ জানুয়ারি পর্যন্ত দলটির ব্যস্ত সূচি অপেক্ষা করছে।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শুরু হবে নতুন বছরের ১১ জানুয়ারি। বিজয় হাজারে ট্রফিতে দিল্লি পাঁচটি ম্যাচ খেলবে বেঙ্গালুরুর আলুরে। বাকি দুটি ম্যাচ তারা খেলবে কোহলির ঘরের মাঠ খ্যাত এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। যে মাঠটি আবার লম্বা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করেছে।

আরো পড়ুন: বিজয় হাজারে ট্রফি