অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি

ঘরোয়া
অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো এনসিএল টি-টোয়েন্টি
এনসিএল টি-টোয়েন্টির ট্রফির উন্মোচন, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ায় একদিনের বৃষ্টিতে খেলার অনুপোযোগী হয়ে উঠেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। মাঠ খেলার উপযোগী হয়ে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে বলে নিশ্চিত করেছেন আকরাম খান। বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। দেশের ঘরোয়া টুর্নামেন্টটি কবে নাগাদ শুরু হবে তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এনসিএল টি-টোয়েন্টির গত আসর অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র সিলেটে। তবে সবার চাওয়ার ভিত্তিতে চলমান নতুন করে দুইটা ভেন্যু যুক্ত বিসিবি। যেখানে সিলেটের সঙ্গে যুক্ত করা হয় রাজশাহী ও বগুড়াকে। তবে বৃষ্টির মৌসুম হওয়ায় খেলা চালানো কঠিন হয়ে গেছে। টুর্নামেন্টের প্রথম দিনই সিলেট এবং রংপুরের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বৃষ্টির কারণে বগুড়াতে একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও। সেদিনের প্রথম ম্যাচে রাজশাহীতেও ছিল বৃষ্টির হানা। যার কারণে ঢাকা মেট্রো আর রাজশাহীর খেলাটি কমিয়ে পাঁচ ওভারে নামিয়ে আনা হয়। চার-ছক্কার ঝড়ে মেট্রো ম্যাচটি জিতে সাত উইকেটে। এরপর ১৫ সেপ্টেম্বর বৃষ্টির কারণে ঢাকা ও বরিশাল এবং খুলনা ও চট্টগ্রামের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। বিসিবি অবশ্য গতকালই সূচিতে কিছুটা পরিবর্তন এনেছিল।

বৈরি আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে দেয়া হয় সবগুলো ম্যাচ। যেখানে ১৭ সেপ্টেম্বর থেকে আবারও এনসিএল টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল। এদিকে ২১ সেপ্টেম্বর থেকে সিলেট পর্ব শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে সেটা নিয়ে যাওয়া হয় ২২ সেপ্টেম্বর। যদিও একদিন পরই টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিসিবির বিশস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে ২৪ সেপ্টেম্বরের পর থেকে আবারও শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। যদিও কোন ভেন্যুতে খেলা হবে সেটা এখনো চূড়ান্ত নয়। পাশাপাশি প্রথম চার ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়েছে। ওই ম্যাচগুলো আবার অনুষ্ঠিত হবে কিনা সেটাও জানা যায়নি।

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি