দুলীপ ট্রফির আগে অসুস্থ গিল

ছবি: ফাইল ছবি

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, গিলের অসুস্থতার রিপোর্ট বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে সাবমিট করেছেন ফিজিও। বর্তমানে চন্ডিগড়ে নিজের বাসায় বিশ্রাম নিচ্ছেন ২৫ বছর বয়সি গিল। যদিও প্রথম ম্যাচে গিল খেলবেন কিনা সেটা নিয়ে কোনো মন্তব্য করেননি বিসিসিআই ও নর্থ জোনের নির্বাচক কমিটি।
গিল নন, ভারতের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে আইয়ার
২১ আগস্ট ২৫
যদিও গিলের দুলীপ ট্রফির পুরো টুর্নামেন্ট খেলার কথা ছিল না। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের স্কোয়াডে আছেন ডানহাতি এই ব্যাটার। এদিকে ২৮ আগষ্ট শুরু হওয়া দুলীপ ট্রফি শেষ হবে ১৫ সেপ্টেম্বর। স্বাভাবিকভাবেই জাতীয় দলের খেলা থাকায় নর্থ জোনের হয়ে এক ম্যাচ খেলার কথা ছিল তাঁর।

দ্রাবিড়ের খেলা সেরা দুই কঠিন বোলার ম্যাকগ্রা ও মুরালিধরন
৪ ঘন্টা আগে
অসুস্থতার কারণে সেটাও খেলা হচ্ছে না ডানহাতি এই ব্যাটারের। গিলের বদলি হিসেবে কে খেলবেন সেটা আগেই নিশ্চিত করে রেখেছিল নির্বাচক প্যানেল। ভারতের টেস্ট অধিনায়ক না থাকলে প্রথম ম্যাচেই সুযোগ মিলবে শুভম রোহিলার। সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন অঙ্কিত কুমার। গিল না থাকায় তিনিই এখন নর্থ জোনকে নেতৃত্ব দেবেন।
নর্থ জোনের দুই পেসার আর্শদীপ সিং ও হার্শিত রানাও আছেন এশিয়া কাপের স্কোয়াডে। প্রথম ম্যাচ খেলে তারাও সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন। ভারতের দুই তারকা পেসারের বদলি হিসেবে নর্থ জোনের স্কোয়াডে যুক্ত হবেন গুরনর ব্রার ও অনুজ থাকরার। প্রথম ম্যাচ পেরিয়ে যাওয়ার পর নর্থ জোনের জন্য পরের ম্যাচটা নক আউট।