ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

ছবি: হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

গত গ্রীষ্মে ডোপ টেস্টে বার্কারের শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। এর ফলে তাকে এই শাস্তি প্রদান করা হয়। তার নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। তখনই তাকে সাময়িকভাবে ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছিল।
৫ মার্চ এক শুনানিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করে যে বার্কার ডোপিং-বিরোধী দুটি নিয়ম ভঙ্গ করেছেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ৪ জুলাই থেকে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন।

সর্বশেষ কাউন্টি মৌসুমে বার্কার অসাধারণ বোলিং প্রদর্শন করেছিলেন। মাত্র ৪ ম্যাচে তিনি ১৬ উইকেট শিকার করেছিলেন। তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারও বেশ সফল—১৬৭ ম্যাচে ৫৩৩ উইকেট। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৬ এবং টি-টোয়েন্টিতে ৬৯ উইকেট রয়েছে তার সংগ্রহে।
বার্কার শুধু বোলারই নন, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও তিনি কার্যকরী ভূমিকা রাখেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২৬ ইনিংসে ৬টি সেঞ্চুরি সহ ৫,৪৫০ রান করেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৭ ইনিংসে তার সংগ্রহ ৬৩৯ রান এবং টি-টোয়েন্টিতে ৩৫ ইনিংসে ৩৮২ রান রয়েছে তার নামে।