টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ারে ব্রেভিস

ছবি: ফাইল ছবি

বিদেশি ক্রিকেটার হিসেবে ব্রেভিসের সঙ্গে সাউথ আফ্রিকার লুহান ডি প্রিটোরিয়াসকেও দলে নিয়েছে তারা। তাদের দুজনের অন্তর্ভুক্তিতে হ্যাম্পশায়ারের ব্যাটিং লাইন আপ আরও বেশি আক্রমণাত্বক হয়ে উঠবে। ২০২২ সালের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা উঁচিয়ে ধরার কথা ভাবছে তারা।
টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাচ্ছে সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড
২৮ মার্চ ২৫
২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ব্রেভিসের। সাউথ আফ্রিকার হয়ে দুটো ম্যাচ খেললেও ৫ রানের বেশি করতে পারেননি ডানহাতি ব্যাটার। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ না খেললেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার পাশাপাশি সিপিএল, মেজর লিগ ক্রিকেট ও সাউথ আফ্রিকার এসএ২০ লিগ খেলেছেন ২১ বছর বয়সী এই ব্যাটার। সবশেষ এসএ২০ লিগে এমআই কেপটাউনের হয়ে ১২ ম্যাচে ১৮৪.১৭ স্টট্রাইক রেটে ২৯১ রান করেছেন ব্রেভিস। টুর্নামেন্টের ষষ্ঠ রান সংগ্রাহক ছিলেন তিনি।
দুই মৌসুম পর প্রথমবারের মতো এসএ২০ লিগে শিরোপা জিতেছে ব্রেভিসের এমআই কেপটাউন। এ ছাড়া প্রথম ক্রিকেটও ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করেছেন ব্রেভিস। ৩৮.১৪ গড়ে ১৭ ম্যাচে তিনটি সেঞ্চুরিও করেছেন ডানহাতি এই ব্যাটার। হ্যাম্পশায়ারে যোগ দেয়া নিয়ে ব্রেভিস বলেন, ‘আসন্ন গ্রীষ্মে হ্যাম্পশায়ার হকসের হয়ে ভাইটালিটি ব্লাস্ট খেলতে মুখিয়ে আছি।’