তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন

ছবি: মোহামেডানের জয়ের নায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহীদ হৃদয়কে অভিবাদন জানাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম ওভারে উইকেট হারায় মোহামেডান। ফাহাদ হোসেনের অফ স্টাম্পের অনেকটা বাইরের লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম। ইনসাইড এজ হয়ে প্রথম স্লিপে থাকা মাহমুদুুল হাসানকে ক্যাচ দিয়েছেন। টানা দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোহামেডানের অধিনায়ক।
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
১১ ঘন্টা আগে
দ্বিতীয় উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন রনি ও অঙ্কন। যদিও তাদের দুজনের জুটির পঞ্চাশ হওয়ার আগেই রনিকে ফিরিয়েছেন এনামুল হক আশিক। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা ডেলিভারিতে পয়েন্টের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন রনি। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় পয়েন্টে থাকা মাহমুদুলের হাতে ক্যাচ দিয়েছেন ৪৪ বলে ৩৬ রান করা এই ওপেনার।

ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি আরিফুল ইসলাম। মাহমুদুলের বলে তানবীর হায়দারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৫ রান করেছেন তিনি। তিন উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন অঙ্কন ও হৃদয়। তারা দুজনে মিলেই মোহামেডানের জয় নিশ্চিত করেছেন। সাবলীল ব্যাটিংয়ে ৭৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। আরেক ব্যাটার হৃদয় শুরু থেকেই খানিকটা আক্রমণাত্বক ব্যাটিং করেছেন।
ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন
১৮ ফেব্রুয়ারি ২৫
৮ চারে হৃদয় পঞ্চাশ ছুঁয়েছেন ৩৯ বলে। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন হৃদয়। আরেক ব্যাটার অঙ্কন অপরাজিত ছিলেন ৯৭ বলে ৮১ রানে। মোহামেডানকে ৭ উইকেটে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছেন অঙ্কন। রূগগঞ্জ টাইগার্সের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ফাহাদ, মাহমুদুল ও এনামুল।
দিনের শুরুতে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২২ রান তোলে রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন অধিনায়ক আল আমিন জুনিয়র। এ ছাড়া তানবীর ৩৭, আসাদুল্লা আল গালিব ২৪ এবং মাহমুদুল ২৩ রান করেছেন। মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া আবু হায়দার রনি, মুশফিক হাসান ও রনি একটি করে উইকেট নিয়েছেন।