promotional_ad

আবাহনীকে নাহিদ রানা একাই জিতিয়ে দেবেন, আশাবাদী মোসাদ্দেক

গণমাধ্যমে কথা বলছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ক্রিকফ্রেঞ্জি
বর্তমান সময়ে বাংলাদেশ দলের পেস সেনসেশন নাহিদ রানার যাত্রা শুরু হয়েছিল আবাহনী লিমিটেডের হাত ধরেই। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরেও আবাহনীর হয়ে খেলবেন দ্রুতগতির এই পেসার। এবার তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

promotional_ad

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন রানা। বিপিএলেও অসাধারণ খেলেছেন এই পেসার। আবাহনীর হয়ে ক্যারিয়ার শুরু করা রানাকে শুরু থেকেই দেখেছেন মোসাদ্দেক। বর্তমান সময়ে রানার ইতিবাচক পরিবর্তন দেখেই তার ওপর বাড়তিভাবে আত্মবিশ্বাসী মোসাদ্দেক।


আরো পড়ুন

আমি ভালো খেললে আমাকে কেউ আটকাতে পারবে না: মোসাদ্দেক

৬ জানুয়ারি ২৫
ঢাকা ক্যাপিটালসের হয়ে অনুশীলনে মোসাদ্দেক হোসেন

তিনি বলেন, 'সাম্প্রতিক সময়ে নাহিদ রানা ভালো করছেন এজন্য আশাবাদী না। নাহিদ রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল। ওই সময়ে নাহিদ রানার যে লাইন লেংথ অ্যাকুরেসি ছিল, এখন তার থেকে অনেক ভালো আসলে। সেই জায়গা থেকে আমি বেশ আশাবাদী যে নাহিদ রানা একাই একটা দলের বিপক্ষে ম্যাচ জিতিয়ে দেয়ার ক্ষমতা রাখে।'


এদিকে ডিপিএলের গত মৌসুমের তুলনায় ক্রিকেটারদের পারিশ্রমিক অনেকটা কমেছে। গুঞ্জন আছে, গত মৌসুমে যারা ৩০ লাখ টাকায় খেলেছেন তারা এবার চুক্তি করেছেন ২০ লাখ টাকায়। দেশের পরিস্থিতি বিবেচনায় কম পারিশ্রমিক নিয়ে খেলতে রাজী হয়েছেন ক্রিকেটাররা।



promotional_ad

বিষয়টি মোসাদ্দেকের কাছে পুরোপুরি অপ্রত্যাশিত, 'এটা একটা আনফরচুনেট ব্যাপার। আমার মনে হয় প্রতিটি দল, প্লেয়ার এতে ভুগছে। পুরো বছরের পারিশ্রমিকের একটা ব্যাপার থাকে প্রিমিয়ার লিগে। তো ওইদিক থেকে এটা প্লেয়ারদের জন্য এটা বড় ক্ষতি। কিন্তু খেলতে হবে, কিছু করার নেই। এটার ওপর আমাদের অনেক কিছু নির্ভর করে। জাতীয় দল থেকে (সুযোগ পাওয়া) শুরু করে আমাদের প্রধান প্ল্যাটফর্ম হচ্ছে প্রিমিয়ার লিগ।'


আরো পড়ুন

গতির ঝলক দেখানো নাহিদ রানার প্রশংসায় রাচিন

৬ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ফাইল ফটো

এবারের আবাহনী দলে মোসাদ্দেক, রানা ছাড়াও আছেন জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, পারভেজ হোসেন ইমনের মতো ক্রিকেটাররা। এদের নিয়ে শিরোপার প্রত্যাশা করছেন মোসাদ্দেক। ডিপিএলে সবাই নিজেদের নিঙরে দেবেন, এমনটাই চাওয়া তার।


মোসাদ্দেক আরও বলেন, 'আমার কাছে মনে হয় যে রোমাঞ্চকর একটা দল। এখানে অনেক তরুণ ক্রিকেটার আছে। রাব্বি আছে, জিসান আছে, মৃত্যুঞ্জয় আছে, ইমন আছে। ওদের চ্যাম্পিয়ন হওয়ার মনোভাবটা আছে যারা অনূর্ধ্ব-১৯ থেকে আসছে। আমার কাছে মনে হয় যে ওরা যদি ডেলিভার করতে পারে অবশ্যই ভালো একটা সিরিজ আসছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball