রঞ্জি ট্রফির পরের রাউন্ডে খেলা হচ্ছে না কোহলি-রাহুলের
ছবি: ঘাড়ের ব্যথায় ভুগছেন বিরাট কোহলি
যতটুকু জানা গেছে, বর্তমানে ঘাড়ের ব্যথায় ভুগছেন কোহলি। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হয় ৫ জানুয়ারি। তবে ব্যথা থেকে সেরে উঠতে ৮ জানুয়ারি ব্যথানাশক ইনজেকশন নেন ডানহাতি এই ব্যাটার। বিসিসিআইয়ের মেডিকেল বিভাগের সঙ্গে আলাপকালে কোহলি জানিয়েছেন, তিনি এখনও ব্যথা অনুভব করছেন।
রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না গম্ভীর
৬ জানুয়ারি ২৫দিল্লির স্কোয়াডে থাকলেও এমন অবস্থায় রাজকোটে সৌরাষ্ট্রের বিপক্ষে খেলা হচ্ছে না কোহলির। এদিকে কনুইয়ের চোটে ভুগছেন রাহুল। ফলে পাঞ্জাবের বিপক্ষে কর্নাটকের হয়ে খেলা হচ্ছে না ভারতের এই উইকেটকিপার ব্যাটারের। ম্যাচটি হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। বিসিসিআইয়ের ১০ নির্দেশনায় বাধ্যতামূলক করা হয়েছে ঘরোয়া ক্রিকেট খেলা।
যদি কোন ক্রিকেটার না খেলতে চান সেটার জন্য সুনির্দিষ্ট কারণ দেখিয়ে নির্বাচক প্যানেলের কাছ থেকে অনুমতি নিতে হবে। বিসিসিআইয়ের মেডিকেল বিভাগের কাছে নিজেদের ইনজুরির তথ্য দেয়ায় বিপাকে পড়তে হচ্ছে না কোহলি ও রাহুলকে। ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া রাউন্ডে খেলতে না পারলেও সুযোগ শেষ হয়ে যাচ্ছে না তাদের।
পান্ত-ওয়েবস্টারের ঝড়ের দিনে বল হাতে নায়ক বোল্যান্ড
৪ জানুয়ারি ২৫৩০ জানুয়ারি হবে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ড। সুস্থ হয়ে উঠতে পারলে সুযোগ থাকবে সেই ম্যাচ খেলার। যদিও সেই রাউন্ডটি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের খুব কাছাকাছি সময়ে শেষ হবে। ৬ ফেব্রুয়ারি শুরু হবে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সেই সিরিজে খেলবেন রাহুল ও কোহলি।
অভিজ্ঞ এই দুই ব্যাটার রঞ্জির ট্রফির পরের রাউন্ডে না খেললেও পাওয়া যাবে পান্ত, গিল এবং জাদেজাকে। দিল্লির হয়ে খেলতে যাওয়া উইকেটকিপার ব্যাটার পান্ত অধিনায়ক হওয়ার প্রস্তাব করা হলেও তাতে তিনি রাজী হননি। এদিকে পাঞ্জাবের হয়ে গিল এবং সৌরাষ্ট্রের হয়ে খেলতে দেখা যাবে স্পিন বোলিং অলরাউন্ডার জাদেজাকে।