promotional_ad

তারপরও ইতিবাচক সাব্বির

promotional_ad

জাতীয় লিগের শেষ রাউন্ডে রাজশাহীতে এক কিশোর দর্শককে মারধর ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে অশোভন আচরণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন টাইগার হার্ড হিটার সাব্বির রহমান।




শাস্তি অনুযায়ী বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে এই টাইগার ক্রিকেটারকে। সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা ও আগামী ৬ মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এমন শাস্তির পরও নিশ্চুপ ছিলেন সাব্বির রহমান।




এড়িয়ে চলেছেন সংবাদ মাধ্যমকে। অবশেষে সংবাদমাধ্যমের সামনে এলেন সাব্বির। মিরপুরের ইনডোরে শনিবার বেলা তিনটায় ব্যাটিং অনুশীলন। করে শেষ করেছেন সন্ধ্যা পাঁচটায়। আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে তাঁর পরিশ্রম কিংবা আত্মনিবেদনে ঘাটতি নেই।



promotional_ad



সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সাব্বির জানিয়েছেন, এই বিতর্কে কোনো পরিবর্তন আসেনি তার মধ্যে। তবে, ঘটনাটা বেশ প্রভাব ফেলেছে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে। এই প্রভাব যেন খেলায় না পড়ে সেদিকেই নজর সাব্বিরের।




এই টাইগার ক্রিকেটারের ভাষ্যমতে, ‘আমার ভেতর এমন কোনো পরিবর্তন আসেনি! মানুষ হিসেবে আমার ওপর এই ঘটনা অনেক বড় প্রভাব ফেলেছে। যদি পেশাদার ক্রিকেটার হিসেবে চিন্তা করি, তাহলে যা হওয়ার হয়েছে। এটার প্রভাব খেলায় যেন না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি। চিন্তা করছি জাতীয় দলকে আমার জায়গা থেকে শতভাগ দিতে।’





ব্যাটিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ কোনো কীর্তি না থাকলেও শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘ডিমেরিট পয়েন্ট’ পাওয়া ক্রিকেটার তিনিই। এরই মধ্যে সাব্বিরের। নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এ বছরের অক্টোবরের মধ্যে আরেক পয়েন্ট পেলেই নিষিদ্ধ হতে পারেন নির্দিষ্টসংখ্যক ম্যাচে।




তবে এ নিয়ে চিন্তিন নন সাব্বির। আসন্ন ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দুর??দান্ত পারফরমেন্স করেই  এই বিতর্ক পিছু ফেলতে চান তিনি, ‘মাথায় নেতিবাচক কিছু ঘুরছে না। ইতিবাচক চিন্তাই ঘুরছে। ১ বা ১০ পয়েন্ট, সমস্যা নাই। চেষ্টা করছি সিরিজটা ভালো খেলার জন্য।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball