promotional_ad

পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়কের দায়িত্বে রিজওয়ান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। এবার তার স্থলাভিষিক্ত করা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। রবিবার লাহরে সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন।


সেই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে রিজওয়ানের সহকারী হিসেবে আঘা সালমানকে দায়িত্ব দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিবির নির্বাচক কমিটির দুই সদস্য আকিব জাভেদ ও আজহার আলী। রবিবারই আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি।



promotional_ad

যদিও দল ঘোষণার সময় অধিনায়কের নাম জানাননি তারা। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে সীমিত ওভারের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন রিজওয়ান। এরপর ১৪ নভেম্বর টি-টোয়েন্টির নেতৃত্বে অভিষেক হবে তার অজিদের বিপক্ষেই।


ওয়ানডেতে পাকিস্তানের ৩১তম অধিনায়ক হতে চলেছেন রিজওয়ান, আর টি–টোয়েন্টিতে তিনি ১২তম অধিনায়ক হবেন দলটির। এদিকে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে রিজওয়ানকে। সেই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান। 


এদিকে রিজওয়ানের নাম ঘোষণা করে পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেছেন, ‘মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে রিজওয়ানের নেতৃত্বের গুণাবলি, খেলার প্রতি গভীর নিবেদন এই প্রতিভাবান দলকে ধারাবাহিকভাবে সফল হতে সাহায্য করবে।’



রিজওয়ান পাকিস্তান দলের নেতৃত্ব দেয়াকে বড় সম্মান বলে আখ্যা দিয়েছেন। অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দিতে কোনো ত্রুটি রাখবেন না বলেও কথা দিয়েছেন পাকিস্তানের নবনিযুক্ত এই অধিনায়ক। সতীর্থদের সঙ্গে কাজ করতে ও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছেন তিনি।


রিজওয়ান বলেছেন, ‘পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হতে পারা আমার জন্য বিশাল সম্মানের। এই ভূমিকায় নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচক, কোচ এবং আমার অসীম প্রতিভাবান সতীর্থদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা পূরণ এবং অতিক্রম করাই আমাদের লক্ষ্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball