ফাইনালে হেনরিকে নিয়ে অনিশ্চয়তা

ছবি: কাঁধে চোট পাওয়ার পর ম্যাট হেনরি, আইসিসি

হেনরির চোট পাওয়ার ঘটনাটি সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি ফাইনালের ২৯তম ওভারের চতুর্থ বলে। মিচেল স্যান্টনারকে তুলে মেরেছিলেন ক্লাসেন। লং অন থেকে দৌড়ে এসে ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। তবে দলটির প্রধান কোচ গ্যারি স্টেড অবশ্য আশবাদী এই পেসারের সুস্থ হয়ে যাওয়া নিয়ে।
ভারতকে হারাতে ভাগ্যের সহায়তাও চান সান্টনার
৮ ঘন্টা আগে
স্টেড বলেছেন, ‘আমার ধারণা ইতিবাচক কিছু পাওয়া যাবে তাকে (হেনরি) নিয়ে এবং সে সেখানে (ফাইনালে) বোলিং করবে। আমরা তার ওপর স্ক্যান করে দেখছি এবং তাকে এই ম্যাচে খেলানোর জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করব। তবে এই পর্যায়ে তাকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’

স্টেড আরও যোগ করেন, ‘সে যেভাবে পড়েছে, তাতে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকাটাই স্বাভাবিক। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।’ এর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারও তাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘ম্যাট হেনরির কাঁধের কী অবস্থা, সেটা দেখছি। কাঁধে একটু বেশিই ব্যথা পেয়েছে। আমাদের আরও দুই দিন আছে। দেখি কী হয়।’
আইসিসির টুর্নামেন্ট এলেই যেন ভারতের যম রূপে হাজির হন হেনরি। ভারতের বিপক্ষে ১১ ওয়ানডে খেলে মাত্র ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ২১ উইকেট। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ ফর্মে আছেন হেনরি। ৪ ম্যাচেই শিকার করেছেন ১০ উইকেট।
এই পেসারকে নিয়েই এবার শঙ্কায় পড়েছে কিউইরা। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের ফাইনাল। এই ম্যাচের এখনও ৪৮ ঘণ্টার মতো বাকি। এরই মধ্যে এই পেসারকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কিউইদের।