promotional_ad

ফাইনালে হেনরিকে নিয়ে অনিশ্চয়তা

কাঁধে চোট পাওয়ার পর ম্যাট হেনরি, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান ম্যাট হেনরি। সেই চোটের কারণে ফাইনালে ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।  এই পেসারকে নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে কিউইরা।

promotional_ad

হেনরির চোট পাওয়ার ঘটনাটি সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি ফাইনালের ২৯তম ওভারের চতুর্থ বলে। মিচেল স্যান্টনারকে তুলে মেরেছিলেন ক্লাসেন। লং অন থেকে দৌড়ে এসে ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। তবে দলটির প্রধান কোচ গ্যারি স্টেড অবশ্য আশবাদী এই পেসারের সুস্থ হয়ে যাওয়া নিয়ে।


আরো পড়ুন

ভারতকে হারাতে ভাগ্যের সহায়তাও চান সান্টনার

৮ ঘন্টা আগে
ফাইনালের আগে মিচেল সান্টনার, ফাইল ফটো

স্টেড বলেছেন, ‘আমার ধারণা ইতিবাচক কিছু পাওয়া যাবে তাকে (হেনরি) নিয়ে এবং সে সেখানে (ফাইনালে) বোলিং করবে। আমরা তার ওপর স্ক্যান করে দেখছি এবং তাকে এই ম্যাচে খেলানোর জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করব। তবে এই পর্যায়ে তাকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’



promotional_ad

স্টেড আরও যোগ করেন, ‘সে যেভাবে পড়েছে, তাতে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকাটাই স্বাভাবিক। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।’ এর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারও তাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘ম্যাট হেনরির কাঁধের কী অবস্থা, সেটা দেখছি। কাঁধে একটু বেশিই ব্যথা পেয়েছে। আমাদের আরও দুই দিন আছে। দেখি কী হয়।’


আইসিসির টুর্নামেন্ট এলেই যেন ভারতের যম রূপে হাজির হন হেনরি। ভারতের বিপক্ষে ১১ ওয়ানডে খেলে মাত্র ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ২১ উইকেট। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ ফর্মে আছেন হেনরি। ৪ ম্যাচেই শিকার করেছেন ১০ উইকেট।



এই পেসারকে নিয়েই এবার শঙ্কায় পড়েছে কিউইরা। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের ফাইনাল। এই ম্যাচের এখনও ৪৮ ঘণ্টার মতো বাকি। এরই মধ্যে এই পেসারকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কিউইদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball