ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন

ছবি: অনুশীলনে কেন উইলিয়ামসন, আইসিসি

এরই মধ্যে তারা সাউথ আফ্রিকাকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে। লাহোরে দ্বিতীয় সেমি ফাইনাল শেষ করে তাদের দুবাইয়ে উড়াল দিতে হচ্ছে। উইলিয়ামসন জানিয়েছেন তাদের এখন লক্ষ্য শিরোপা জয়।
ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন দেবেন মিলার
৪ ঘন্টা আগে
ভারতের বাড়তি সুবিধার বিষয়টি এড়িয়ে গিয়ে উইলিয়ামসন বলেছেন, 'যা আছে, তা নিয়েই এগোতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের মূল লক্ষ্য ক্রিকেটে মনোযোগ দেওয়া। অবশ্যই, প্রতিপক্ষকে বিবেচনায় নিতে হবে, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা।'

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে এই ভারতের বিপক্ষেই দুবাইতে খেলেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৪৪ রানে হেরেছিল মিচেল স্যান্টনারের দল। পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব হলেও দুবাইয়ের উইকেট স্পিন বান্ধব।
আরেকটি সেমি ফাইনালে হার প্রোটিয়াদের, ফাইনালে নিউজিল্যান্ড
৫ মার্চ ২৫
ফাইনাল নিয়ে ভাবনার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা একবার সেখানে খেলেছি, কন্ডিশন ভিন্ন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে এবং ফাইনালে কিভাবে খেলব সে সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।’
২০০০ সালে কেনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার ভারতকে উড়িয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল কিউইরা। এবার আরেকটি ফাইনালের ঘরে তোলার অপেক্ষায় থাকবে নিউজিল্যান্ড।