promotional_ad

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, বাংলাদেশ-পাকিস্তানের পয়েন্ট ভাগাভাগি

পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, আইসিসি
টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে গেছে। আজ বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে জিতলেও বাংলাদেশের বড় কোনো প্রাপ্তি হতো না, হারলেও বড় কোনো অপ্রাপ্তি থাকতো না। তবে এই ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিল বাংলাদেশ-পাকিস্তান দুই দলই।

promotional_ad

তবে দুই দলের কাউকেই জয় পেতে দেয়নি বৃষ্টি। টানা বৃষ্টির কারণে টসই অনুষ্ঠিত হতে পারেনি। ক্রিকেটাররা গা গরমও করতে পারেননি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে বেশ কয়েকবার অনানুষ্ঠানিক মাঠ পরিদর্শন করেও কোনো সুখবর দিতে পারেননি ম্যাচ রেফারি-আম্পায়াররা। শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

১৭ মিনিট আগে
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এই মাঠেই সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার আগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুই দলের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তানও। তবে দুই দলের মধ্যে রান রেটে এগিয়ে থেকে ৩ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।



promotional_ad

'এ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুটো দলই প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। আগামী ২ মার্চ ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়ে সেমি ফাইনালে জায়গা করে নেবে।


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

৫১ মিনিট আগে
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

এদিকে 'বি' গ্রুপ থেকে আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে ইংল্যান্ড। অবশ্য কঠিন সমীকরণের মুখে পড়ে গেছে অস্ট্রেলিয়া। তারা শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে যারা জয় পাবে তারাই সেমি ফাইনালে খেলবে। অন্যদিকে শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে বাদ পড়ে যাওয়া ইংল্যান্ড।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball