promotional_ad

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সেরা প্রস্তুতি হচ্ছে না! টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এমন মন্তব্য করেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বলেছিলেন উল্টো কথা। তবে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর মোহাম্মদ সালাহউদ্দিন অবশ্য প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করছেন।

promotional_ad

সবশেষ ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে নামেন ক্রিকেটাররা। এক মাসের বেশি সময় ধরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদরা। এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পর্যাপ্ত প্রস্তুতি হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার। 


আরো পড়ুন

মুশফিক-মাহমুদউল্লাহর বিদায়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহউদ্দিন

৩ ঘন্টা আগে
মুশফিকুর রহিম, মোহাম্মদ সালাহউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে মিরপুরে কয়েকদিন অনুশীলন ক্যাম্প করেছেন ক্রিকেটাররা। এমনকি নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচও খেলেছেন। পরবর্তীতে শেষ প্রস্তুতি হিসেবে পাকিস্তান শাহীনসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। তবে এসবেও ৮ দলের টুর্নামেন্টের জন্য ঠিকঠাক প্রস্তুতি হয়নি বলে মনে করেন সালাহউদ্দিন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ অবশ্য জানান, পেশাদার ক্রিকেটার হিসেবে এসব দ্রুত মানিয়ে নেয়া উচিত।
 
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আমি শুধু এতটুকু বলব আমাদের হয়ত প্রস্তুতিটা খুব ভালো হয়নি। আমি মনে করি এটা একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল। আমি আসলে অজুহাত দিতে চাই না। কারণ আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবেন তখন আপনাকে তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। আপনি হয়ত টেস্ট খেলবেন, সাথে আপনাকে টি-টোয়েন্টি, ওয়ানডেতেও খেলতে হতে পারে।



promotional_ad

‘এটা কোন অজুহাত না। আমি অজুহাতও দিতে চাই না। দ্রুতই মানিয়ে নেয়া দরকার ছিল, এই জায়গায় বড় মিস হয়ে গেছে। একটা সংস্করণ থেকে অন্য একটা সংস্করণে কীভাবে যে মানিয়ে নিতে হয় এগুলোর যে মানসিক দিক আছে সেগুলো তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। তাহলে এ পর্যায়ে আমাদের ভালো হবে।’


আরো পড়ুন

বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান

৭ ঘন্টা আগে
বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান, ফাইল ফটো

বাংলাদেশ যেখানে টি-টোয়েন্টি খেলেছে সেখানে তাদের গ্রুপে থাকা বাকিরা প্রস্তুতি নিয়েছেন ৫০ ওভারের ক্রিকেট খেলে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। দুবাইয়ে যাওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। অথচ একেবারে উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে ডিসেম্বরে।



বাকিদের সঙ্গে নিজেদের প্রস্তুতির পার্থক্য দেখিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আপনি যদি দেখেন এই টুর্নামেন্ট খেলতে আসার আগে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা এসেছে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে, পাকিস্তানে এসে যদি ত্রিদেশীয় সিরিজ খেলতাম সেখানে একটা প্রস্তুতির বিষয় আছে। ভারত, ইংল্যান্ডও কিন্তু তারা ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে। আমরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা একটা বিপিএল খেলার পরই দুদিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটা বড় ব্যাপার। পরিকল্পনাটা কীভাবে করবেন এটা শুধু খেলোয়াড় না আমরা যারা ম্যানেজমেন্টে আছি তাদেরও সেভাবে চিন্তা করতে হবে। যারা বোর্ডে আছে তাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball