promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখরের, বদলি ইমাম উল হক

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ফখর জামান
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ ওপেনার ছিলেন ফখর জামান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে সাইড স্ট্রেনের চোট পাওয়া বাঁহাতি ওপেনার ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। ফখরের বদলি হিসেবে পাকিস্তান দলে সুযোগ মিলেছে ইমাম উল হকের। আইসিসির অনুমতি পাওয়ায় দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি।

promotional_ad

শাহীন শাহ আফ্রিদির প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন উইল ইয়াং। বাউন্ডারি বাঁচাতে দৌড়ে সীমানা পর্যন্ত গিয়েছিলেন ফখর। বল কুড়িয়ে ফেরত পাঠালেও অস্বস্তিবোধ করেন তিনি। পরোক্ষণেই বিজ্ঞাপন বোর্ডের পাশে বসে পড়েন পাকিস্তানের এই ক্রিকেটার। সেই সময়ই বদলি ফিল্ডার নামানোর ইঙ্গিত দেন তিনি।


আরো পড়ুন

ভারতের বিপক্ষে খেলবেন না ফখর

২০ ফেব্রুয়ারি ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেননি ফখর জামান (বামে), ফাইল ফটো

টিভি ফুটেজে আরও দেখা যায়, কোমরের পেশিতে হাত রেখে কাতরাচ্ছেন এই ওপেনার। এমন সময় দৌড়ে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসা দিলেও তাৎক্ষণিকভাবে ফিল্ডিং করতে নামা হয়নি ফখরের। যদিও একেবারে শেষের দিকে ফিল্ডিংয়ে এসেছিলেন তিনি। যদিও বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে নামা হয়নি তার। 



promotional_ad

চার নম্বরে ব্যাটিং করতে এসে প্রত্যাশা মেটাতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। নিজের ব্যাটিংয়ের পুরোটা সময় জুড়ে ভুগেছেন তিনি। অস্বস্তিবোধ করায় বেশ কয়েকবার প্রাথমিক চিকিৎসাও নিতে হয়েছে ফখরকে। এমনকি পেইনকিলার নিয়েও ব্যাটিং করেছেন। তবে ৪১ বল খেলা ফখর ২৪ রানের বেশি করতে পারেননি। অভিজ্ঞ ব্যাটারের ইনজুরিতে আরও বেশি ভুগতে হবে পাকিস্তানকে। 


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৩ ঘন্টা আগে
আইসিসি

ফখরের বদলি হিসেবে পাকিস্তান দলে ডাক পড়েছে ইমাম উল হকের। ২০২৩ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তিনি। যদিও জাতীয় দলের হয়ে ৭২ ওয়ানডে খেলা ইমাম উল হকের ওপেনার হিসেবে গড় ৪৮.২৭। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে। 



উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজেও কিউদের কাছে দু’বার হেরেছে স্বাগতিকরা। ৮ দলের টুর্নামেন্টে টিকে থাকতে ভারত ও বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবেন মোহাম্মদ রিজওয়ানরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball