তারুণ্যেই আস্থা ওয়ালশের

ছবি:

গত দক্ষিণ আফ্রিকা সফরের পরেই দল থেকে বাদ যান টাইগার পেসার তাসকিন আহমেদ। ঘরের মাঠে চলতি বছরে খেলা তিনটি সিরিজে দলে ডাক পাননি তিনি।
তবে এবারের নিদাহাস ট্রফিতে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই সময়ের মাঝে ঘরোয়া ক্রিকেটে বিশেষ কোনো পারফর্মেন্স ছিল না তাসকিন আহমেদের।
তাই স্বভাবতই প্রশ্ন উঠছে তাসকিনের দলে ডাক পাওয়া নিয়ে। তবে তাসকিন সহ দলের বাকি পেসারদের দলে নেয়ার বিষয়ে খোলাসা করেছেন টাইগারদের ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশ।

'আমি আশা করি ম্যাচে আমরা পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারবো। ক্যাম্পে তাদের প্রতি ফোকাস করা হয়েছে। এখন তাদের মাঠে তারই বাস্তবায়ন করতে হবে।
'আমরা রুবেল, মুস্তাফিজ এবং তাসকিনের ওপর নির্ভর করছি যারা আবারো সুযোগ পেয়েছে, পাশাপাশি রনি (আবু হায়দার), এবং রাহির (আবু জায়েদ) ওপরও আস্থা রয়েছে।'; শনিবার মিডিয়ার সামনে জানাচ্ছিলেন ওয়ালশ।
এছাড়াও দলের হেড কোচ হয়ে রোমাঞ্চিত অনুভব করছেন তিনি। বিসিবি এবং পুরো দলের কাছ সমর্থন নিয়ে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে ভালো ফলাফল করতে চান তিনি।
'আমি বেশ রোমাঞ্চিত এই পজিশনে আসতে পেরে। আমি নিশ্চিত বিসিবির কাছ থেকে পুরো সমর্থন পাবো, প্রেসিডেন্ট, পরিচালক, সিনিয়র ক্রিকেটার এমনকি জুনিয়র ক্রিকেটারদের কাছ থেকেও সমর্থন পাবো। যখন সবাই একই সাথে কাজ করবো, আমাদের জন্য সহজ হবে পরিকল্পনা সাজাতে এবং এর বাস্তবায়ন করতে।'