promotional_ad

তামিম-মাশরাফীতে মাথানত বিপিএল কমিটির

promotional_ad

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগকে (বিপিএল)। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্সের উইকেটের আচরণের কারণে এখন সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে।


রংপুরের দলপতি মাশরাফীর মন্তব্য ছিল চট্টগ্রামে খেলে আসার পর ঢাকায় এমন উইকেট পাওয়া খুবই হতাশাজনক। আর কুমিল্লা দলপতি তামিম ম্যাচ জিতলেও সন্তুষ্ট ছিলেন না উইকেটের আচরণ নিয়ে।


এরপরের দিন সকালের ম্যাচেও সিলেটের বিপক্ষে মাত্র ৬৭ রানে গুটিয়ে গিয়েছে ভাইকিংসরা। আর টি-টুয়েন্টিতে ঢাকা পর্বে এমন রানখরা দেখে হতাশ দর্শকরাও। কিন্তু মাশরাফি ও তামিমের কথার সাথে এক মত পোষণ করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।



promotional_ad

গতগাল সিলেটের ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপ করেন। গত দুই ম্যাচে উইকেটের আচরণ দেখে তিনি সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন, সেখানে তিনি শিকার করেন যে,


'উইকেটটা বলতে পারেন টি-টুয়েন্টির জন্য গ্রহনযোগ্য নয়। এই উইকেটেই টেস্ট এবং ওয়ানডেও হয়। আর উইকেট তো বানানো হয় জাতীয় দলের কথা চিন্তা করে। জাতিয় দলের সুবিধার্থেই উইকেট বানানো মূলত।'


পাশাপাশি তিনি জানান যে, চাইলেই রাতারাতি উইকেট বদলানো সম্ভব নয়। তিন থেকে চার মাস সময় লাগে উইকেটে পরিবর্তন আনতে। তিনি আরও বলেন, রাতারাতি তো আর উইকেট বদলানো যায়না।



'একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার ব্যাপার আছে। তিন থেকে চার মাস সময় থাকে উইকেট পুরোপুরি ভাবে বদলাতে। কিউরেটরই আমাদের এমনটা জানিয়েছেন। যোগ্য উইকেট তৈরি করতে এতো সল্প সময়ে হয়না।' 


 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball