যদিও সেখানে টিকে যায় দেশ ট্রাভেলস। তবে বাদ পড়ার তালিকায় চিটাগং কিংসের সঙ্গে যোগ হয় মাইন্ড ট্রির খুলনা টাইগার্সও। এ ছাড়া নোয়াখালির ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করে আলোড়ন ফেলে দেয়া প্রতিষ্ঠান বাংলা মার্ক লিমিটেডও প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ে যায়।
মঙ্গলবার বিপিএলের দল চূড়ান্তের সময়সীমা ছিল। এদিন দুপুরে সভায় বসেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। সভা শেষে আসন্ন বিপিএল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তারা ৫টি প্রতিষ্ঠানের ব্যাপার নিশ্চিত করেছে। বিপিএল ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে পারে। আর শেষ হতে পারে ১৬ জানুয়ারি। আগে থেকেই শোনা যাচ্ছিল বিপিএলের এবারের আসরে মোট ৬টি দল অংশ নিতে পারে। তবে এর মধ্যে পাঁচটি দল চূড়ান্ত করতে পেরেছে বিপিএলের আয়োজকরা।
এ প্রসঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন বলেছেন, 'আমাদের প্রথমেই আপনারা জানেন যে ১১টা টিম আসছিল। আমরা তিনটা বিষয় খেয়াল করেছি। নাম্বার ওয়ান হলো ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি বা ফাইনান্সিয়াল স্ট্রেন্থ। দুই নাম্বার হলো ম্যানেজমেন্ট এন্ড মোটিভেশন। নাম্বার থ্রি হলো তাদের এক্সপেরিয়েন্স এন্ড টাই উইথ ক্রিকেট। এই তিনটা আমাদের টার্গেট ছিল।'
বিপিএলের সম্ভাব্য সূচির কথা জানিয়ে আরেক সদস্য ইফতেখার রহমান মিঠু বলেছেন, 'আমাদের টার্গেট ডেট হচ্ছে ১৯শে ডিসেম্বর থেকে ১৬ই জানুয়ারির মধ্যে শেষ করা। কারণ, আপনারা জানেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ওয়ার্ল্ড কাপ শুরু হবে। সুতরাং আমাদের জাতীয় দলকেও এনাফ টাইম দিতে হবে।'