নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি প্রায় ৭ কোটি টাকা

বাংলাদেশ
নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি প্রায় ৭ কোটি টাকা
বাংলাদেশ নারী দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আজ শেষ হতে যাচ্ছে এই বছরের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি স্বাগতিক ভারত ও সাউথ আফ্রিকা। দুই দলেরই লক্ষ্যই এক! প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতা। ট্রফির পাশাপাশি এবার রয়েছে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারের প্রাপ্তির সুযোগও।

বিশ্বকাপ জিতলে ভারত বা সাউথ আফ্রিকা পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। ফাইনালে হেরে রানার্সআপ দলের প্রাপ্তি চ্যাম্পিয়নের অর্ধেক, অর্থাৎ ২২ লাখ ৪০ হাজার ডলার। কারা কত পেল, সেটির জন্য অপেক্ষা শেষ হবে ফাইনালের পরই। তবে বাকি ছয় দলের প্রাপ্ত অর্থ ইতোমধ্যে নির্ধারণ করেছে আইসিসি।

এবারের আসরে মোট প্রাইজমানি রাখা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০২২ সালে নিউজিল্যান্ডে হওয়া নারী বিশ্বকাপে এই অঙ্ক ছিল ৩৫ লাখ ডলার, আর ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপে প্রাইজমানি ছিল এক কোটি ডলার। ফলে এবারই নারী ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পুরস্কারের আয়োজন করল আইসিসি।

পুরস্কার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তা হচ্ছে অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান এবং জয়সংখ্যা। অংশগ্রহণ খাতে সব দল সমান অর্থ পাচ্ছে। এই খাত থেকে বাংলাদেশ পেয়েছে আড়াই লাখ ডলার। অবস্থানের ভিত্তিতে সপ্তম হওয়ায় বাংলাদেশ পাচ্ছে আরও দুই লাখ ৮০ হাজার ডলার।

তৃতীয় খাতটি জয়সংখ্যা নির্ভর। সাত ম্যাচে এক জয় পেয়েছে বাংলাদেশ (পাকিস্তানের বিপক্ষে)। এই জয়ের জন্য দলটি পেয়েছে ৩৪ হাজার ৩১৪ ডলার। সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে প্রতিটি জয়েই থাকছে আলাদা আর্থিক পুরস্কার, যা আগের আসরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সব মিলিয়ে বাংলাদেশ নারী দল এবারের বিশ্বকাপ থেকে অংশগ্রহণ, অবস্থান ও এক জয় বাবদ মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পাচ্ছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলার = ১২২.৩২ টাকা) টাকার অঙ্কে তা প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার।

আরো পড়ুন: বাংলাদেশ