শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ
শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
বাংলাদেশ দল, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে জিতেছিল শাই হোপের দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজ শুরুর আগে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছিল। মূলত সিরিজের মাঝ পথে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ হাতে রেখেছিলেন নির্বাচকরা।

এবার তৃতীয় ম্যাচের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সিরিজ হারলেও প্রথম দুই টি-টোয়েন্টির দলের প্রতি আস্থা রেখেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। ফলে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

আরো পড়ুন: বাংলাদেশ