আমি ভেবেছিলাম আমার টিভির কালার সমস্যা, মিরপুরের পিচ নিয়ে আকিল

বাংলাদেশ
আমি ভেবেছিলাম আমার টিভির কালার সমস্যা, মিরপুরের পিচ নিয়ে আকিল
আকিল হোসেন, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডেতে ছিলেন না আকিল হোসেন। স্বাভাবিকভাবেই দেশে বসে টিভিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ দেখেছিলেন তিনি। সেই সময় অদ্ভুত অভিজ্ঞতার স্বাক্ষী হয়েছেন বাঁহাতি এই স্পিনার। মিরপুরের কালো মাটির উইকেট দেখে ভেবেছিলেন তাঁর বাসার টিভির কালারে সমস্যা হয়েছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। সাকিব আল হাসান, লিটন দাস, মাশরাফি বিন মুর্তজা কিংবা তামিম ইকবাল—প্রকাশ্যে উইকেটের সমালোচনা করেছেন। অনেকে তো মিরপুরের উইকেট তো ধানক্ষেতের মতো। স্পোর্টিং বানাতে পারেন না, অনেকটা এমন অভিযোগেই সরিয়ে দেয়া হয়েছে কিউরেটর গামিনী ডি সিলভাকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের উইকেট বানানোর দায়িত্ব ছিল টনি হেমিংয়ের উপর। তবে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার আশায় অস্ট্রেলিয়ান কিউরেটরকে দিয়েও একই ধরনের উইকেট বানিয়েছে বাংলাদেশ। মিরপুরের কালো উইকেট বানাতে ক্লে ব্যবহার করেছেন তিনি। এ ছাড়া উইকেটে ফাঁটল থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন স্পিনারা। যা নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে।

টিভিতে মিরপুরের ওমন উইকেট দেখে ভড়কে গিয়েছিলেন আকিল। টিভিতে প্রথম ওয়ানডে দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যখন টিভি অন করলাম, প্রথম যে কাজটি করলাম, তা হলো টিভি পরীক্ষা করে দেখা, কারণ মনে হচ্ছিল টিভিতেই বুঝি সমস্যা! পর্দা একদম কালো, মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে—হয়তো রঙ চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম, পিচটাই এমন কালো।’

২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওয়ানডে অভিষেক হয় আকিলের। একই বছরের জুলাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে হয়েছে টি-টোয়েন্টি অভিষেক। একই বছরে দুই ফরম্যাটে অভিষেক হলেও এখনো পর্যন্ত ক্যারিবীয়দের হয়ে ৩৯ ওয়ানডে এবং ৮১ টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিনার। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে নিয়মিত তিনি।

অথচ ২০২৩ সালের জুলাইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মিরপুরে ওয়ানডে খেলতে নামেন আকিল। ফেরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নায়ক বনে গেছেন। তবুও ওয়ানডে দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে একটুও আক্ষেপ নেই তাঁর। বাঁহাতি এই স্পিনার জানান, তিনি একবারও ভাবেবনি কেন তিনি ওয়ানডে দলে নেই। এ ছাড়া আকিলের বিশ্বাস, তাঁর কাজ পারফর্ম করা এবং বাকিটা পুরোপুরি নির্বাচকদের হাতে।

আকিল বলেন, ‘একবারও ভাবিনি কেন আমি দলে নেই। নির্বাচকরা সিদ্ধান্ত নেন, আমি শুধু খেলাটা উপভোগ করি আর যতটা পারি ভালো খেলি। আমি বিশ্বাস করি, এসব সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নির্বাচক আর টিম ম্যানেজমেন্টের। আমার কাজ শুধু প্রতিটি ম্যাচ উপভোগ করা, নিজের সর্বোচ্চটা দেওয়া—বাকি সিদ্ধান্ত তাঁদের হাতেই থাকা উচিত।’

আরো পড়ুন: আকিল হোসেন