ওয়ানডে দলে যোগ করা হলো নাসুমকে

বাংলাদেশ
ওয়ানডে দলে যোগ করা হলো নাসুমকে
নাসুম আহমেদ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কাউকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়নি।

৩০ বছর বয়সী নাসুম ১৮ ওয়ানডেতে ১৬ উইকেট নিয়েছেন তাও আবার ৪.৪৮ ইকোনমি রেটে। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন নাসুম। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ দল যখন আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত নাসুম দেশে ফিরে এনসিএল টি-টোয়েন্টিতে খেলেছেন রংপুর বিভাগের হয়ে। সেখানে ৩ ম্যাচে ৩ উইকেট নেনে এই বাঁহাতি স্পিনার। খুলনা বিভাগের বিপক্ষে ফাইনালে ১৭ রানে এক উইকেট নিয়েছিলেন তিনি।

শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

আরো পড়ুন: নাসুম আহমেদ