বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও শাস্তি পেলেন ইব্রাহিম জাদরান

বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও শাস্তি পেলেন ইব্রাহিম জাদরান
৯৫ রানের ইনিংস খেলার পথে ইব্রাহীম জাদরান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইব্রাহিম জাদরান। পরপর দুই ওয়ানডেতে তিনি ৯৫ রান করে আউট হয়েছেন। এমন পারফরম্যান্সের পরও জরিমানা গুনতে হচ্ছে আফগানিস্তানের এই ব্যাটারকে। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

বাংলাদেশে বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য এই শাস্তি দেয়া হয়েছে তাকে। ঘটনাটি আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে। ৯৫ রান করে আউট হওয়ার পর ইব্রাহিম ড্রেসিংরুমের কাছাকাছি একটি সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন। যা লাইভ টেলিকাস্টে স্পষ্ট দেখা যায়।

এই বিষয়টি ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারির নজর এড়ায়নি। এই আচরণে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সামগ্রী বা স্থাপনা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সম্পর্কিত। ম্যাচ শেষে ইব্রাহিম ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।

এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসে এটাই ইব্রাহিমের প্রথম অপরাধ। কোনো ক্রিকেটার যদি ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তবে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং সেই ক্রিকেটার নিষিদ্ধ হতে পারেন।

দুটি সাসপেনশন পয়েন্ট মানে এক টেস্ট অথবা দুই ওয়ানডে কিংবা দুই টি–টোয়েন্টি ম্যাচ থেকে নিষেধাজ্ঞা। সাধারণ শাস্তি নির্ধারণ করা হয় আসন্ন সিরিজ হিসেব করে। যেখানে প্রথমবার খেলার কথা থাকবে সেখান থেকেই শাস্তি কার্যকর হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান।

আরো পড়ুন: ইব্রাহিম জাদরান