রাজশাহী ও বগুড়াতে বাংলাদেশ-আফগান যুবাদের সিরিজ

বাংলাদেশ
রাজশাহী ও বগুড়াতে বাংলাদেশ-আফগান যুবাদের সিরিজ
সবশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চলতি বছরের মে মাসে রাজশাহীতে হয়েছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজ। কয়েক মাসের ব্যবধানে আরেকটি সিরিজ আয়োজনের সুযোগ পাচ্ছে তারা। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে রাজশাহীতে একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহীর সঙ্গে বগুড়াতেও রাখা হয়েছে আজিজুল হক তামিম-জাওয়াদ আবরারদের ম্যাচ।

ইংল্যান্ড সফর থেকে ফিরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে খেলার সুযোগ ছিল বাংলাদেশের যুবাদের। তবে আফগানিস্তান সিরিজ ও বিশ্বকাপ ভাবনায় তাদেরকে এনসিএলে খেলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সময় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করেছেন আজিজুল তামিম-জাওয়াদরা।

প্রস্তুতি ক্যাম্প শেষে চলতিই মাসেই সিরিজ খেলতে নামছেন ক্রিকেটাররা। পাঁচটি একদিনের ম্যাচ খেলতে ২৫ অক্টোবর বাংলাদেশে আসবে আফগানিস্তানের যুবারা। ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই সরাসরি রাজশাহীতে যাবেন সফরকারীরা। দুদিনের অনুশীলন শেষে ২৮ অক্টোবর প্রথম একদিনের ম্যাচ খেলবেন তারা।

দ্বিতীয় একদিনের ম্যাচ হবে ৩১ অক্টোবর। দুইটি ম্যাচই হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সিরিজের পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৯ নভেম্বর। তিনটি ম্যাচই হবে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের যুবারা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে এশিয়া কাপ খেলতে আগামী ডিসেম্বরে নেপাল যাবে বাংলাদেশ। এশিয়ার লড়াই শেষে জানুয়ারিতে খেলবে যুব বিশ্বকাপ। ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। প্রথম ও সবশেষ ২০২০ সালে আকবর আলীর নেতৃত্ব যুব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশের যুবারা।

আরো পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল