আফগান কোচের চোখে যেখানে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ
আফগান কোচের চোখে যেখানে এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
উত্তেজনায় ঠাসা ম্যাচটি শেষে একপেশে হয়ে যায় বাংলাদেশ দলের ফিনিশিংয়ে। দারুণ ব্যাটিংয়ে আফগানদের কাছ থেকে সিরিজ রীতিমতো ছিনিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে তিন বিভাগে দারুণ ক্রিকেট খেলার প্রশংসাও পাচ্ছে বাংলাদেশ। জাকের আলী অনিকের দলকে নিজেদের চাইতে পরিষ্কারভাবে এগিয়ে রাখছেন আফগানিস্তানের ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক।

সংবাদ সম্মেলনে এসে শুরুতেই নুরুল হাসান সোহানকে প্রশংসায় ভাসান পুটিক। গত ম্যাচে ১৩ বলে অপরাজিত ২৩ রানের ইনিংসে বাংলাদেশকে চার উইকেটের জয় এনে দেন সোহান। আর দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় সোহান করেন ২১ বলে ৩১ রান।

তার প্রশংসায় পুটিক বলেন, 'সোহান খুব ভালো ব্যাট করেছে। ও ক্রিজে এসে একটি পরিকল্পনা নিয়ে খেলেছে এবং সেই পরিকল্পনার প্রতি অবিচল ছিল। চাপের মুখে সে খুব ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ও ব্যতিক্রমীভাবে ভালো ব্যাট করেছে।'

ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ৩ বিভাগেই আফগানদের চেয়ে বাংলাদেশ এগিয়ে ছিল বলে মনে করেন পুটিক। বাংলাদেশের ক্রিকেটাররা মৌলিক বিষয়গুলো আরো ভালোভাবে সম্পন্ন করেছে বলেও মনে করেন তিনি।

আফগান এই কোচ আরো বলেন, 'আমরা খেলার তিনটি বিভাগেই নিজেদের সেরা ছন্দে নেই। আমার মতে, এখন পর্যন্ত বাংলাদেশ ক্যাচিং এবং ফিল্ডিংয়ে আমাদের ছাড়িয়ে গেছে। তারা আমাদের চেয়ে ভালো বল করেছে এবং অবশ্যই আমাদের চেয়ে ভালো ব্যাটও করেছে। এ কারণেই আমরা দুই-শূন্যতে পিছিয়ে আছি।'

'একটি ক্রিকেট দল হিসেবে যদি আপনি প্রতিদিন মৌলিক বিষয়গুলো ঠিকভাবে করেন এবং সেগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, তাহলে খেলা আপনার পক্ষেই থাকবে। সম্ভবত, এটাই আমরা বাংলাদেশের কাছ থেকে শিখতে পারি।'

গেল এশিয়া কাপেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারে আফগানরা। সেই ম্যাচটি বাংলাদেশ হারে আট রানে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় আফগানরা। আর তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চেয়েছিল আফগানরা।

পুটিক আরো বলেন, 'এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমরা ম্যাচটা জিততে না পারায় হতাশ ছিলাম। ছেলেরা এশিয়া কাপে ভালো করার জন্য মুখিয়ে ছিল। হতে পারে, বাংলাদেশ এই মুহূর্তে ভালো ছন্দে আছে। তারা আত্মবিশ্বাসের সাথে ক্রিকেট খেলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে তারা তাদের দক্ষতার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এবং সবকিছু তাদের পক্ষে যাচ্ছে।'

আরো পড়ুন: বাংলাদেশ