বাংলাদেশ-আফগানিস্তানের দিকে তাকিয়ে আকমল

ছবি: আফগানিস্তান ও বাংলাদেশ দল

এর মধ্যে এশিয়া কাপে শ্রীলঙ্কার রেকর্ডই সবচেয়ে ভালো। তারা এশিয়া কাপের ১৪বার ফাইনাল খেলেছে। এর মধ্যে ৬বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে লঙ্কানরা। এবারের এশিয়া কাপেরও হট ফেভারিট দলটি।
ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চায় হংকং
৪ ঘন্টা আগে
এমন পারফরম্যান্সের কারণে রশিকতা করেই এশিয়া কাপের নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা কাপ রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক বাসিত আলী। তিনি হাজির হয়েছিলেন এআরওয়াই স্পোর্টসের অনুষ্ঠানে।

সেখানে শ্রীলঙ্কার কথা বলতে গিয়ে তিনি বলেন, 'এশিয়া কাপের নাম পরিবর্তন করে 'শ্রীলঙ্কা কাপ' রাখা উচিত। তারা ১৪ বার ফাইনাল খেলেছে। ফাইনালে তো পৌঁছায়, তাই না? সোজা কথা, এশিয়া কাপের জায়গায় শ্রীলঙ্কা কাপ।'
গ্রুপ অব ডেথে ত্রিমুখী লড়াই
৯ সেপ্টেম্বর ২৫
একই অনুষ্ঠানে হাজির ছিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। তিনি 'বি' গ্রুপ নিয়ে কথা বলেছেন। তিনি দেখার অপেক্ষায় আছেন আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে কোন দল পরের রাউন্ডে যায়।
এই গ্রুপে ভুলের সুযোগ নেই জানিয়ে আকমল বলেন, 'হংকংকে তো বাদ দিন। এখন ম্যাচ হবে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে, যে তাদের মধ্যে কে পরের রাউন্ডে যাবে। শ্রীলঙ্কা আমার কাছে ফেভারিট দল মনে হচ্ছে। কিন্তু বিষয়টা হলো, এটা একটা কঠিন গ্রুপ এবং দলগুলো ভুলের কোনো সুযোগ পাবে না।'