এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিততে পারলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।
এশিয়া কাপের অধিনায়কদের সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'তিনটা সিরিজ খেলে তিনটিতে ভালো খেলেছি। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। এশিয়া কাপে সব দল ভালো। এখানে জিততে হলে আপনাকে ভালো খেলতেই হবে। এটাই মূল চ্যালেঞ্জ।'
এবারের এশিয়া কাপে অনেকেই বাংলাদেশকে সুপার-ফোরে দেখছেন না। হার্শা ভোগলে, আকাশ চোপড়াসহ অনেকেই বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে ফেভারিট বলছে। কাউকে কিছু প্রমাণ করার তাড়না নেই বাংলাদেশের।
লিটন আরো বলেন, 'কাউকে কিছু দেখানোর তাড়না নেই। আমরা অতীত ভালো খেলেছি। কিছুদিন ক্যাম্পও করেছি। এখানে সবাই ভালো দল। চ্যালেঞ্জিং টিম এখানে সবাই। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'
এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার শিরোপার খুব কাছে গিয়েও সেটি ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। ২০১২ সালে পাকিস্তান, ২০১৬ ও ২০১৮ সালে ভারতের কাছে ফাইনাল হারে টাইগাররা।
দুঃসহ স্মৃতি মনে করে লিটন আরো বলেন, 'আপনি যখন এরকম বিগ ইভেন্টে... আমরা রানার আপ হয়েছি কয়েকবার। চ্যাম্পিয়নশিপ জিতিনি। এখানে শিরোপা জেতা এতো সহজ না। আমরা আমাদের শতভাগ দেয়ার চেষ্টা করব। কিন্তু এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে। সেটা পার হয়েই ভালো করতে হবে।'